শেখ শাহাউর রহমান বেলাল : শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জায়েদা খাতুন (৬৫) অবশেষে মারা গেছে।
বুধবার (৬মে) দিবাগত রাত ২টার সময় সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জায়েদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নাতী লিমন মিয়া। জায়েদা শৈলজুড়া গ্রামের সিদ্দীল আলীর স্ত্রী।
জানাযায়, গত মঙ্গলবার (৫ মে) সকাল ৮টার দিকে ঐ গ্রামের উস্তার মিয়ার বাড়ির সামনে রাস্তা দিয়া হাটার সময় শৈলজুড়া গ্রামের পাচাল েএলাকার মৃত মমিন শাহ’র ছেলে টমটম চালক সেলিম শাহ্ ধাক্কা দিলে গুরতর আহত হয় জায়েদা খাতুন। পরে জায়েদাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে সিলেট ওসমানীতে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলো জায়েদ। রাত আনুমানিক ২টার দিকে কর্ততব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর থেকেই টমটম চালক সেলিম মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় সিলেট ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।