তারেক হাবিব : বানিয়াচঙ্গ উপজেলার হরিপুরে বহুল আলোচিত কামাল হত্যা মামলার আসামীদের অভিযোগপত্র থেকে বাদ দেয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, প্রতিপক্ষকে ফাঁসাতে, হত্যা মামলা থেকে বাঁচতে পরিকল্পিত ভাবেই কামালকে হত্যা করা হয়েছে বলে গত ৮ই জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে মামলার এজাহার ভুক্ত ৪নং আসামী ফারুক মিয়া। তবে হত্যাকান্ডের প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও এখনো আদালতে পৌঁছায়নি অভিযোগপত্র।
সম্প্রতি ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’’ এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গত ৬ নভেম্বর ২০১৯ইং সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় উপজেলার হরিপুর গ্রামের বজলু মিয়ার পুত্র ফজলু মিয়াকে (২২) কে পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছুরি নিয়ে ফজলু মিয়ার বুক এবং কানের নিচে আঘাত করে ঘাতক সালমান ও তার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরদিন ৭ নভেম্বর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হরিপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র লেবু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ত্যাকান্ডের ৫দিন পর ফজলু মিয়ার বাবা বজলু মিয়া বাদী হয়ে ১৮ জনকে আসামি করে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত-ভার দেওয়া হয় ওই থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাশকে। পরবর্তীতে গত ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয় হরিপুর গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র সালমান আহমেদ নামে আরও এক যুবককে। ফজলু হত্যা মামলা থেকে বাঁচতে এজাহার নামীয় আসামীরা তৈরি করে নতুন পরিকল্পনা। জানা যায়, ফজলু হত্যা মামলায় বেকায়দায় পরে প্রধান আসামী মাখন মিয়া ও সহযোগীরা।
এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতে দলবল নিয়ে স্থানীয় মজিদ মিয়ার বাড়িতে গোপন বৈঠকে করেন মাস্টারপ্ল্যান। বৈঠকে সহজ সরল প্রকৃতির ভগ্নীপতি মাখন মিয়ার বাড়িতে আশ্রয়ে থাকা শ্যালক কামাল উদ্দিনকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী ১৬ ডিসেম্বর রাতে ভগ্নীপতি মাখন মিয়ার পরিকল্পনা অনুযায়ী কামাল উদ্দিনকে গুইঙ্গাজুড়ি হাওরে পাঠানো হয়। সেখানে শাখাবরাক নদীর পাশে ধান ক্ষেতে কামাল উদ্দিনকে পিছন দিক থেকে ধরে ফেলে শরীফ। এ সময় লেবু মিয়া ফিকল দিয়ে কামালের বুকে আঘাত করে। এক পর্যায়ে মাখন, ফারুক, অনুসহ তাদের লোকজন কামালকে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। তখন হামলাকারীরাই চিৎকার করে বলে যে, ‘‘প্রতিপক্ষের লোকজন কামাল উদ্দিনকে মেরে পালিয়ে যাচ্ছে’’।
পরে স্থানীয় লোকজন কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ দিন পর নিহত কামাল মিয়ার বোন মাখন মিয়ার স্ত্রী আনোয়ারা বাদী হয়ে প্রতিপক্ষের ২৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পরপরই নিহতের ভগ্নীপতি মাখন, ফারুক, শরীফ, লেবুসহ তার স্বজনরা ঘা-ঢাকা দেয় এবং মামলার বিষয়ে কোন সহযোগিতা না করায় পুলিশের সন্দেহ হয়। গত ৭ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট থানার গুচ্ছগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফারুক মিয়াকে আটক করে পুলিশ। পরে আদালতে দেয়া স্বীকারোক্তিতে ফারুক জানায়, ৬ নভেম্বর বানিয়াচঙ্গ উপজেলার উজিরপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয় বজলু মিয়ার পুত্র ফজলু মিয়া।
এ ঘটনায় প্রতিপক্ষ মাখন মিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ১০ নভেম্বর বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। আসামী পক্ষের লোকজন আদালতে ফজলু মিয়া হত্যাকান্ডের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। কামাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, কামাল হত্যা মামলার এখনও অভিযোগপত্র দেয়া হয়নি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি আদালতে দাখিল করতে পারবো ।