স্বাস্থ্য নির্দেশনা সম্বলিত সচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন মেয়র মিজান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য নির্দেশনা সম্বলিত সচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন মেয়র মিজান

Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ঈদুল আযহা ও কোরবানির পশুর হাটকে নিরাপদ রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান।

গতকাল শুক্রবার চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টে রাস্তায় দাড়িয়ে এই প্রচারপত্র ও মাস্ক বিতরণ করেন তিনি।

 

ছবি: লিফলেট ও মাস্ক বিতরণে মেয়র মিজান

 

বিতরণের সময় মেয়র মিজান বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের শহরে গরু বাজারে হাট বসবে। এসময় করোনা সংক্রমণ রোধের লক্ষ্যে জনগণকে সচেতন করতেই আমি এই প্রচারপত্র বিলি করছি। প্রতিটি হাটে আমাদের পৌরসভার প্রতিনিধিরা এই লিফলেট বিতরণ করবেন। পশুর হাটে জনগণকে নিরাপদ রাখতে গরুর বাজারে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। জনগণকে একমুখী রাস্তায় নিরাপদ দূরুত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ আমরা সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবো এবং সুস্থ্য থেকে পরিবার পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করবো।

এসময় মেয়র মিজান লিফলেট ও মাস্ক বিতরণের পাশাপাশি সবাইকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানান।