স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জে চার দফায় মসজিদে হবে ঈদের জামাত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জে চার দফায় মসজিদে হবে ঈদের জামাত

Link Copied!

 

মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জে সদর : হবিগঞ্জে পবিত্র ঈদুল আযহার জামাত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চার দফায় বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

মঙ্গলবার ভার্চ্যুয়াল পদ্ধতিতে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তে জানানো হয়- করোনাভাইরানের কারণে এবার সকল মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে সাড়ে ১০টায় আরেকটি জামাত হতে পারে। তবে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে কোন জামাত অনুষ্ঠিত হবে না।

 

 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঈদগাহ কমিটির উপদেষ্টা এডভোকেট মো. আবু জাহির।