
ছবি: অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকি করছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
নাছির উদ্দীন জিহান, বাহুবল : বুধবার (১৯ আগস্ট) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চলিতাতলায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ৬ জন সিএনজি ড্রাইভার ও ১ জন মোটরসাইকেল আরোহীকে ১৪০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশটি প্রদান করেন বাহুবল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এছাড়াও তিনি বাস-যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকি করেন।