লাখাই প্রতিনিধ : লাখাইয়ের বুল্লা বাজারে ঈদকে সামনে রেখে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকাল ৩’টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুসিকান্ত হাজং এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জনাব লুসিকান্ত বাজারে ব্যবসা পরিচালনা করার সময় ৩’জন কর্মচারী ও ব্যবসায়ীকে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৫০০’টাকা করে মোট ১৫০০’শত টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অভিযুক্ত কর্মচারী এবং ব্যবসায়ীগণ সঙ্গে সঙ্গেই পরিশোধ করেন।
এ সময় জনাব লুসিকান্ত বাজার মনিটরিং এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ তদারকি করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান। এছাড়াও তিনি সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এর আহ্বান জানান।

ছবি: ভ্রাম্যমান আদালতে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং
এসময় উপস্থিত ছিলেন বুল্লা বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বাদশা মিয়া, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহারউদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দেবাশীষ আচার্য, সাংবাদিক মহসীন সাদেক, আতাউর রহমান ইমরান।
অভিযানে লাখাই থানার সেকেন্ড অফিসার জনাব সজীব চন্দ্র দেব রায় এর নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।