স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বানিয়াচং আওয়ামী লীগের প্রস্তুতি সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 March 2021
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বানিয়াচং আওয়ামী লীগের প্রস্তুতি সভা

Link Copied!

তাপস হোম।। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বানিয়াচং ১ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমীর হোসেন মাষ্টার।

ছবি : বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে

 

সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান বাহার,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া,প্রচার সম্পাদক আসাদুর রহমান খান,আ’লীগ নেতা আহমদ লস্কর,মোতাক্কিম বিশ্বাস,কৃষ্ণ দেব,খলিলুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ৮ ঘটিকায় পুষ্পস্তবক অর্পণ,র্যালী প্রদক্ষিণ এবং বিকাল ৩ ঘটিকায় শহীদ মিনার প্রাঙ্গণে জনসভা অনুষ্ঠিত হবে বলে পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।।