এম এ রাজাঃ ব্যবসায়ীকে না জানিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে স্বাক্ষর জাল করে জামিনদার বানিয়ে ১৫ লক্ষ টাকা ঋণ প্রদান। আইডিএলসি ফিন্যান্স লিমিটেড এর হবিগঞ্জ শাখার সাবেক ম্যানেজার ইকবাল শরীফ সাকি (৪০), সহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন ভুক্তভোগী হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, চুনারুঘাট উত্তর বাজারে জননী ইলেক্ট্রনিকস এর মালেক মোঃ শফিউল আলম জুয়েল (৪৩), ও আইডিএলসিতে কর্মরত মোঃ আব্দুর রউফ (৩৫) ।
অনুসন্ধানে জানা যায়, জননী ইলেট্রনিক্স এর মালেক মোঃ শফিউল আলম জুয়েল ১৫ লক্ষ টাকা ঋণ গ্রহণের জন্য তৎকালীন সময়ের আইডিএলসির ম্যানেজার সাকির সাথে যোগাযোগ করেন। তখন তার পরামর্শে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী এস. আর. ইলেকট্রনিক্স এর মালিক হাবিবুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া জামিনদার বানিয়ে ১৫ লক্ষ টাকা ঋণ প্রদান করেন। বর্তমানে সেই ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
পরবর্তীতে গত বছরের ২২ জানুয়ারির দিকে ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান তার নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য পূবালী ব্যাংক চুনারুঘাট শাখায় ঋণ উত্তোলনের জন্য যোগাযোগ করেন। তখন সবকিছু চেক করে ব্যাংক কর্তৃপক্ষ জানায় তিনি জামিনদার হিসেবে বর্তমানে ঋণ খেলাপিতে আছেন। এইজন্য তার সিবিআই রিপোর্ট খারাপ। আগের ঋণ পরিশোধ না করা পর্যন্ত নতুন করে আর কোন ঋণ দেওয়া যাবে না তাকে।
পরবর্তীতে কোন উপায়ান্ত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান গত বছরের ১৭ জুলাই জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালত হবিগঞ্জ, প্রতারণা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার তদন্ত দায়িত্ব প্রদান করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
(পিবিআইকে) মামলাটি দীর্ঘ দিন তদন্তের পর স্বাক্ষর জালের সত্যতা পায় পিবিআই। এই অনুযায়ী আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে সাকি জামিনে আছেন, এবং অপর দুই আসামিকে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট জারি করেছেন।
এ বিষয়ে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড এর হবিগঞ্জ শাখার সাবেক ম্যানেজার ইকবাল শরীফ সাকির মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, মামলা হয়েছে ঘটনা সত্য। এ বিষয়ে তার কোন বক্তব্য আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অফিসিয়ালি বক্তব্য দিব এভাবে মোবাইল ফোনে কোন বক্তব্য দিব না।
ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, সিবিআই রিপোর্ট খারাপ বিষয়টি জানার পর দীর্ঘ প্রায় ৫-৬ মাস তাদের পিছনে ঘুরেছি সমাধানের জন্য। এরপরও কোন সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে মামলা করেছি। এই কয়দিনে আমি ব্যবসায়িকভাবে প্রায় কোটি টাকার লোকসানে পড়েছি ।