"স্বপ্ন অর্জনের পথে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 December 2021
আজকের সর্বশেষ সবখবর

“স্বপ্ন অর্জনের পথে হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর”

Link Copied!

কেয়া চৌধুরী :  বাঙালির ১৯৭১ থেকে ২০২১। পূর্ণ হলো, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৫০ বছর।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্মবার্ষিকী ।
উৎসর্গকৃত,বাঙালির আত্মত্যাগের মহিমান্বিত বিজয়ের সুবর্ণজয়ন্তী, বিজয়ের ৫০ বছরে সকলকে বিজয়ের শুভেচ্ছা। মহান বিজয় দিবস মানে-ই লাখো বাঙালির আত্মত্যাগের মহিমান্বিত হওয়ার ইতিহাস। উজ্জ্বলতম এই সময়ে প্রিয় হবিগঞ্জবাসীর কাছে আমার কিছু কথা, কিছু অনুভূতি প্রকাশ করার প্রয়াসে লিখতে বসেছি।
একজন ভাষাবীর ও মুক্তিযোদ্ধার সন্তান  হিসাবে সবসময় আপনাদের স্নেহ আর ভালবাসায় সিক্ত হয়েছি। বেড়ে উঠেছি, এই শহরের কোমল  স্নিগ্ধতায়। তাই আশা আর স্বপ্ন সব হবিগঞ্জ’কে ঘিরে-ই। আমার জন্মভূমি আমার  হবিগঞ্জ।
আজ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আনন্দের সময়ে দৈনিক পত্রিকার সহযোগিতায় আপনাদের কাছে তুলে ধরতে চাই, বাংলাদেশের প্রথম আঞ্চলিক মুক্তিযুদ্ধ জাদুঘর ‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর প্রস্তুতির সূচনাপর্বের কিছু কাজের অগ্রগতি বিষয়ে ।

ছবি : হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর ( ইনসেটে প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী)

‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর’ একটি স্বপ্নকে বাস্তবায়িত করার প্রত্যয়ে গৃহীত মহৎ একটি সু-নির্দিষ্ট পদক্ষেপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও তাঁর আদর্শের ছায়াতলে সাড়ে সাত কোটি বাঙালির যে অম্লান বদনে  দেশ মাতৃকার জন্য আত্ম-উৎসর্গের ইতিহাস গড়েছিলেন – সেই ইতিহাসকে  নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য আমার এই- প্রয়াস। যার নাম আমরা দিয়েছি ” হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর” নামে।
হবিগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধার স্মৃতি শ্রদ্ধায় স্মরণ করার লক্ষ্য নিয়ে আমার পৈতৃক দিক হতে পাওয়া  শহরের জমিটুকু  দান করেছি, ২০০৯ সালে।
১৯৭১ সালে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির নেতা হিসাবে গ্রেপ্তার হওয়ার পূর্ব মূহুর্তে, বাংলার স্বাধীনতার উদ্দেশ্যে  যে ঐতিহাসিক স্বাধীনতার  ঘোষণাপত্র  প্রেরণ করেছিলেন দিকে-দিকে।
তার একটি কপি তৎকালীন হবিগঞ্জ মহকুমায় আওয়ামী লীগ নেতা কমান্ডেন্ট মানিক চৌধুরী কাছে পৌঁছেছিলো। সেই ঐতিহাসিক বার্তাটি আমার আব্বা পেয়েছিলেন ২৫ মার্চ, দিবাগত রাত ভোর ৪ টায় । ( সূত্র  দৈনিক যুগবেরী, ২৪ মার্চ, ১৯৭২)
সমস্ত বার্তাটি পড়লে মনে হয়… এ কেবল  একটি বার্তা নয় , এ যেন এক খন্ড মানচিত্র। একটি নতুন দেশ গড়বার স্বপ্ন যেনো এই মানচিত্রে আঁকা ছিলো লাল-সবুজে রঙে । যা স্বাধীনতার ঘোষণা পত্রের অক্ষরে- অক্ষরে সেদিন ধ্বনিত হয়েছিল, সমগ্র জাতির মধ্যে।
কমান্ড্যান্ট মানিক চৌধুরী সেই সময়ের হবিগঞ্জ মহকুমার আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ,ছাত্র জনতা, অবসরপ্রাপ্ত পুলিশ, মোজাহিদ, আনসার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, বিভিন্ন  শ্রেনীপেশার মানুষ ও চা- বাগানের  শ্রমিকদেরকে নিয়ে বঙ্গবন্ধুর এ স্বাধীনতার ঘোষণা পত্রকে  আক্ষরিক অর্থে বাস্তবতার একটি চমৎকার  মডেলে রুপ দিতে পেরেছিলেন।  যা বাংলাদেশের মুক্তিয়ুদ্ধের  ইতিহাসে উজ্জ্বলতর অধ্যায়ে লিপিবদ্ধ আছে ।
এ জেলায়  আমরা  সে-দিক হতে  একটি গর্বিত প্রজন্ম। কেননা হবিগঞ্জ থেকেই শুরু হয়েছিলো, প্রথম অস্ত্র সংগ্রহের কাজ। হবিগঞ্জ অস্ত্রাগার (বর্তমানে যা জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অফিস)  সেখান হতে   ১৯৭১ সালের, ২৭ মার্চ  সকল নেতৃবৃন্দের উপস্থিততে কমান্ড্যান্ট মানিক চৌধুরীর নেতৃত্বে ৩৩০টি রায়ফেল, ২২০০ গুলি, স্হানীয়   মুক্তিযোদ্ধাদের হাতে ওঠে এসেছিল সেদিন ।
ইতিহাস বলে – এই অস্ত্র  দিয়েই  সিলেটের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আর এর মাধ্যমে ইতিহাসে স্থান পেরেছে, শেরপুর- সাদীপুরের মত দীর্ঘমেয়াদী রণযুদ্ধের । যা হবিগঞ্জ হতে শুরু হয়েছিলো। সকল বীর মুক্তিযোদ্ধাদের শেরপুর সাদীপুরের  রক্তক্ষয়ী যুদ্ধে অংশগ্রহণ করার  প্রেরণা এসেছিল , সেদিনকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা পত্রে সে নির্দেশনা।  মূল মন্ত্রের শক্তি  এখান হতেই।
আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম এ রব বীর উত্তম, কমান্ড্যান্ট মানিক চৌধুরী, সিআর দত্ত, জনাব মোস্তফা আলী,  এডভোকেট মোস্তফা শহীদ, জগৎজ্যোতি,  দাসসহ সকল এ জেলার বীর মুক্তিযোদ্ধা ও বীর নারীদের  ।   সে সময় যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা  যেভাবে ঝাঁপিয়ে পরেছিলেন তা ছিলো  এক মহিমান্বিত রুপের বহিঃপ্রকাশ।
একই ভাবে বঙ্গবন্ধুর আর্দশিক সহকর্মী স্বাধীনতার ঘোষণা পত্রটি  নয় মাস বুক পকেটে রেখে দেশমাতৃকার ভালবাসার উদাহরণ দেন আমার পিতা, কমান্ডেন্ট মানিক চৌধুরী। যিনি শুধু একজন গেরিলা ট্রেনিং প্রাপ্ত  বীরমুক্তিযোদ্ধাই ছিলেন না ,সম্মুখ সমরের যুদ্ধে- অংশগ্রহণকারী  অকুতভয় কমান্ডেন্ট মানিক চৌধুরী একজন  রাজনৈতিক ও ভাষা সংগ্রামীও।
বিজয়ের পর, আব্বা বলেছিলেন, “বঙ্গবন্ধুর স্বাধীনতার এ ঘোষণাপত্রটি জাতির জন্য তথা ইতিহাসের জন্য এক অনন্য দলিল। এই দলিলটি আমি বুক পকেটে রেখেছিলাম যুদ্ধের ৯ মাস। স্বপ্ন দেখতাম, যদি শহীদ হয়ে যাই, তাহলে  আমার রক্তে ভিজে যাবে আমার নেতার স্বাধীনতার  এই-বার্তা”। “সবসময় সাহস দিত এই বার্তা।  ভাবতাম রক্ত দিয়ে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য উৎসর্গ করলাম আমার এই জীবন”।
কমান্ড্যান্ট মানিক চৌধুরী’র সন্তান হিসেবে বাবার এই অনুভূতিকে শ্রদ্ধা জানাতেই  ২০০৯ সালে আমি আমার পৈতৃক সম্পত্তি দান করি ও অ-নানুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করি  ‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরে’র। এর জন্য প্রতিদিন সময় বের করে ঘুরে বেরিয়েছি, হবিগঞ্জের মুক্তিযুদ্ধের  ইতিহাসের সন্ধানে।  মুক্তিযোদ্ধাদের , নারী মুক্তিযোদ্ধাদের, আওয়ামী লীগের  মুক্তিযুদ্ধের  সংগঠকদের বাড়িতে গিয়ে স্মারক সংগ্রহে কাজ করেছি। আমি দেখেছি, ওনারা  উজার করে আমাকে তুলে দিয়েছেন তাদের কাছে থাকা মুক্তিযুদ্ধের অনন্য স্বারক।
দেশের বাহিরেও ঘুরছি, ভারতের কলকাতা, আগরতলা ও খোয়াই নামক স্হানে তথ্যের সন্ধানে ছুটে বেড়িয়েছি অনেক-বার।  যে-কারণে আজ আমাদের জাদুঘরে  আছে মুক্তিযুদ্ধের ৩৩৭ টি মুল্যবান স্মারক। যেখানে অনন্য অধ্যায় হয়ে আছে,  বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তার মূল দলিল।
এ দলিলটির জন্যই হবিগজ মুক্তিযুদ্ধ জাদুঘর।
তাছাড়াও  সেই সময়ের  মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য বার্তা। ১-৫ পর্যন্ত সেক্টরের সেক্টর  কমান্ডারদের মূল্যবান দলিল দস্তাব্যাজ, মিটিং  রেজুলেশন কপি। দূর্লভ ছবি সহ বীর  মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অনন্য স্মৃতি চিহ্ন। তার সাথে আছে চা- শ্রমিদের  ‘লালবাহিনী’র চমকপ্রদ সাহসী ইতিহাসের উজ্জ্বল স্মারকচিহ্ন।
বীরাঙ্গনা মায়েদের কষ্টমাখা স্মৃতিচিহ্ন। এ সব কিছুই হবিগঞ্জের নতুন প্রজন্মের জন্য আমাদের ভালবাসার নিবেদন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, একজন ভাষা আন্দোলনকারীর সন্তান হিসেবে চেষ্টা করেছি, জীবনের এই অধ্যায়টিকে দায়িত্ব পালন করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।  সময়ে এ পথ বড় কষ্টের ছিলো । কোনো কোনো সময় অনেক অবজ্ঞারও ছিলো । সবসময়  নিজেকে সাহস দিতে  আল্লাহর সাহায্য চেয়েছি।  কখনো  হাল ছাড়িনি। আল্লাহ মহান।  তিনি আমাকে সাহায্য করেছেন।
২০০৬ হতে ২০২১ সাল, আমার একক প্রচেষ্টা আজ বহুমাত্রিক কর্মসাধনের প্রয়াস ও বিস্তৃতি ;  দুটিই এসেছে। আজকের বাস্তবতা -‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর তার নিজস্ব জায়গায় স্ব- মহিমায় মাথা তুলে দাঁড়িয়ে আছে । একটি স্বপ্নকে বাস্তবায়ন করতে আজ হাজার স্বপ্নের বীজ বুনে চলছে,  ‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর’। বিজয়ের ৫০ বছরের এ দিনটিতে,  আমরা প্রথম  স্তরটি অতিক্রম করব।
সে সুসংবাদটিই আমি আজ আপনাদের দিতে চাই। হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর একটি ট্রাস্টিবোর্ড গঠন করেছে। যা আজ হতে কার্যকর হবে।  এখানে  কর্মদক্ষ কিছু মানুষ একত্রিত হয়েছেন। যারা নিজগুণে  মহিমান্বিত, সমাজে গুনীজন বলে সমাদৃত ।
ট্রাস্টবডিতে সম্মানিত ট্রাস্টি হিসাবে  আছেন,  হবিগঞ্জ জেলা প্রশাসক বা তার প্রতিনিধি কোন একজন সরকারি কর্মকর্তা। হবিগঞ্জ , পুলিশ সুপার  বা তাঁর প্রতিনিধি কোনো একজন  সরকারি কর্মকর্তা। অধ্যাপক ইকরামুল ওয়াদুদ সাবেক, অধ্যক্ষ।
বীরমুক্তিযোদ্ধা,  সাবেক উপাধক্ষ মোঃ আব্দুজ  জাহের, বীরমুক্তিযোদ্ধা ও স্থপতি নূরুল কবির, অশোক মাধব রায়, সাবেক সচিব,  অধ্যাপক জাহানারা খাতুন সাবেক, অধ্যক্ষ শেখ ফজলে এলাহী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও  লেখক,ব্যারিষ্টার সায়দুর আলম খান, সাবেক বিচারক।
মুহাম্মদ ইমরান রউফ, বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স  কোম্পানী (ডিএমপি)  (যিনি মেজর জেনারেল এম এ রব এর ভ্রাতৃপুত্র)
ও জমি দাতা ও প্রতিষ্ঠাতা – আমি, আমাতুল কিবরিয়া  কেয়া চৌধুরী :   প্রিয় হবিগঞ্জবাসী,  ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহসহ মুক্তিযুদ্ধের  তথ্য প্রদানে যে সকল বীর মুক্তিযোদ্ধা,  শহীদ পরিবারের সদস্যরা আমাকে যে সহায়তা করেছেন,  তার জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ।
আমার প্রত্যাশা , হবিগজ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিবোর্ডের সম্মানিত ট্রাস্টিগন এখানে স্বাধীনভাবে কাজ করে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জমি দাতা  ও প্রতিষ্ঠাতা হিসেবে আমার জমিসহ  আমি যে  মুক্তিযুদ্ধ ভিত্তিক  দলিল দস্তাব্যাজ  স্মারকগুলো সংগ্রহ করেছিলাম, তার সবটুকু আইনগত ভাবে রাষ্ট্রের কাছে হস্তান্তর করব, ট্রাস্টিবোর্ডের মাধ্যমে। তবে এর আর্থিক ব্যয় ভার সরকারি ভাবে বহনের আগ পর্যন্ত আমাকেই বহন করতে হবে।
মুক্তিযুদ্ধের স্মারক সংরক্ষণে ইতিমধ্যে  আমরা হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক ধারা বিবরণের  কাজ শুরু করেছি। এটি চলমান রয়েছে। জাদুঘর   বিষয়ে অত্যন্ত সুক্ষ্ম ও সর্তকতার সহিত সময় নিয়ে কাজ করতে হচ্ছে।
সম্মানিত হবিগঞ্জবাসী, আমার দীর্ঘদিনের এই  প্রচেষ্টা- এই অর্জিত সম্পদ আজ থেকে বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষের, সকল বীর মুক্তিযোদ্ধার, সকল শহীদ স্বজনের। সকল বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরাও এর অংশীদার  । দোয়া  চাই, বিশেষ ভালবাসার এই নিবেদন’কে  আল্লাহ  যেন কবুল করে নেন ‘সৎকর্ম’ হিসেবে।
এখানে উল্লেখ করতে হয়, কমান্ড্যান্ট মানিক চৌধুরী ত্যাগ ও সাহসীকতাকে  রাষ্ট্র সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ২০১৫ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশনেত্রী শেখ হাসিনা তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- জাতির শ্রেষ্ঠ পুরস্কার ‘স্বাধীনতা পদক’ সম্মানে- ভূষিত করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণের  পরই  এ সম্মাননা কে আমাদের আম্মা উৎসর্গ করেন  সকল মুক্তিযোদ্ধার সম্মানে।   এ সম্মাননার দুই লাখ টাকা ও স্বর্ণপদকের সম্মাননা কমান্ডেন্ট মানিক চৌধুরীর স্ত্রী বেগম রোকেয়া চৌধুরী,  কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে  মানিক চৌধুরীর পরিবারের পক্ষ হতে দান  করেছিলেন,  ‘হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরকে’।
আমার মুক্তিযুদ্ধ  জাদুঘর প্রতিষ্টার  অক্লান্ত প্রচেষ্টাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি চমৎকার ভবণ সরকারী খরচে সরকারী তত্বাবধানে নির্মাণ করে দিয়ে সুশোভিত করেছেন। আমার সারাজীবনের কৃতজ্ঞতা রইল- আমার স্বপ্নের সারথি জননেত্রী শেখ হাসিনার প্রতি।
কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মরোণোত্তর পদকের  রাষ্ট্রীয় সম্মাননার অর্থ ও  এক ভরি ওজনের স্বর্ণ পদক  ‘মুক্তিযুদ্ধ জাদুঘর হবিগঞ্জে’র  সম্পদ।  হবিগঞ্জ বাসীর সম্পদ। এ সম্পদ রক্ষায় এর একটি আলাদা ব্যাংক একাউন্ট রয়েছে।   যার সচ্ছতা ও জবাবদিহিতা  সবসময় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
আমার কাছে থাকা  আমানতের এ-সব কিছুই আমি জাদুঘরের ট্রাস্টিবোর্ডের মাধ্যমে  আইনগত ভাবে  হস্তান্তর করেছি, দেশের মানুষ তথা রাষ্ট্রের কাছে।  এ তৌফিক দানের জন্য  আল্লাহর শুকরিয়া আদায় করি।
আজ জীবনের এ- বাঁকে,  এত টুকু বলতে পারি, নিজস্ব অর্জন গুলো উৎসর্গকৃত করণের এ মাহেন্দ্রক্ষণটি  আমার জীবনের সবচাইতে মূল্যবান সময়। সময়ের কাছে  এই দান কার্যকে সমর্পন করলাম। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু দেখেন ও শুনতেন।
শেষ করার আগে, হবিগঞ্জবাসীর কাছে বিশেষ করে, হবিগঞ্জের আগামী প্রজন্মের কাছে আমার আন্তরিক একটি চাওয়া রেখে যেতে চাই।  আলোকিত এ স্বপ্ন-সদা জাগ্রত থাকতে আপনারা পাশে থাকবেন। একটি আর্দশ।  একটি চেতনা অনেক বড় কাজ। আমি যা জ্বলিয়ে যাচ্ছি, তা যেনো সদা জাগ্রত  থাকে।
আল্লাহ আমাদের সহায় হোন। সত্য ইতিহাসের ফুল্কুধারার আনন্দস্রোতে সত্য সুন্দরের ধারায় জয় হোক শুদ্ধতার, জয় হোক  সোনার বাংলার। জয় হোক,  বঙ্গবন্ধু’র  ঐতিহাসিক  স্বাধীনতা বার্তার ভিত্তিমূলে- হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের।
জয়বাংলা
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,
প্রতিষ্ঠাতা 
হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর,
সাবেক সংসদ সদস্য।