লুৎফর রহমান রিটন ।। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার হত্যা মামলায় আদালত ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দুই বছর আগে। কিন্তু সেটা কার্যকর হয়নি আজও। ১৯ জনের ১৭ জনই কারাগারের গোস্ত-রুটি খাচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় উপস্থিত আইভি রহমানসহ ২৪ জন মানুষ সেদিন শিকার হয়েছিলেন নির্মম হত্যাকাণ্ডের। আহত হয়েছিলেন শত শত।
একটু পেছনে ফিরে দেখি–
তৎকালীন সরকার ও রাষ্ট্র-যন্ত্রের অবিশ্বাস্য সহায়তায় সংঘটিত ২১ আগস্টের পৈশাচিক সেই গ্রেনেড হামলার পরে জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন–‘ওনাকে মারতে যাবে কে? শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।’
বিচারের আওতায় আনা উচিৎ ছিলও খালেদা জিয়াকে।
১৫ আগস্ট এবং ২১ আগস্ট হত্যাকাণ্ড বিষয়ক একটি প্রশ্নের জবাবে ৭১ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি নেতা ড: খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, ‘১৫ আগস্ট এবং ২১ আগস্ট একটি দুর্ঘটনা। সারাজীবন কান্নাকাটির কিছু নেই। এগুলো কোনও ক্ষতই না। জাতির জীবনে রকম বহু দুর্ঘটনা ঘটে। পৃথিবীর বহু দেশের এরকম বহু দুর্ঘটনা আছে। সেটা নিয়ে কোনও জাতি সারাজীবন কান্নাকাটি করে নাই।’
এইসব কুলাঙ্গার-উক্তির জন্যে বিচারের আওতায় আনা উচিৎ খন্দকার মোশাররফকেও।
ফিরে আসি বর্তমানে।
একজন শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই ইতিহাসের চাকাটা ১৮০ডিগ্রি ঘুরে যাবে। তাহলে বাংলাদেশকে ফের ‘পেয়ারা পাকিস্তান’ বানানো যাবে। এই একজন শেখ হাসিনার ওপর তাই এপর্যন্ত হামলা হয়েছে একুশবার! হয়তো আরও হবে। একটা বুলেট তাঁকে ফলো করছে অহর্নিশ।
১৬ বছর আগে, ২০০৪-এর ২১ আগস্ট বঙ্গবন্ধু-কন্যা জন-নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস গ্রেনেড হামলা কারা করেছিলো সেটা আজ জানতে বাকি নেই কারো। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সেই জনসভায় পরিকল্পিত হামলায় ব্যবহৃত হয়েছিলো আর্জেস গ্রেনেড। চট্টগ্রাম বন্দরে ‘দশ ট্রাক অস্ত্র আটক ও উদ্ধারের তালিকায়’ এই আর্জেস গ্রেনেডও ছিলও। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় তখন চারদলীয় জামাত-বিএনপি জোট সরকার। সেদিন, অল্পের জন্যে রক্ষা পেয়েছিলেন শেখ হাসিনা। আইভি রহমানসহ সেদিন কতো মানুষ প্রাণ হারিয়েছিলো আমাদের তা মনে নেই। আহত হয়েছিলো কতো শতো মানুষ সেটাও মনে নেই আমাদের। আমরা ভুলে গেছি। ‘গোল্ডফিস মেমোরি’ আমাদের। অবিশ্বাস্য দ্রুততায় ভুলে যাই আমরা, সবকিছু।
কি নিপুণ ছক সেদিন এঁকেছিলো ঘাতকরা! গ্রেনেড থেকে বেঁচে গেলে শেখ হাসিনাকে গুলি করে হত্যা করার জন্যে তৈরি ছিলও স্নাইপার। স্নাইপারের গুলি থেকে শেখ হাসিনাকে বাঁচাতে মাহবুব নামের এক তরুণ, হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী, নিজের বক্ষে ধারণ করেছিলেন সেই গুলি। নিজের শরীরকে বর্ম বানিয়ে হাসিনাকে বুক দিয়ে আড়াল করে তাঁকে বুলেট প্রুফ গাড়িতে তুলে দিতে দিতে গাড়ির দরোজাতেই লুটিয়ে পড়েছিলেন মাহবুব। গ্রেনেড-বোমার ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে নির্ভুল নিশানায় হাসিনাকে গুলি করতে নিকটেই অবস্থান করছিলো সেই স্নাইপার। কিন্তু একজন মাহবুবের জন্যে দক্ষ স্নাইপারটি সেদিন ব্যর্থ হয়েছিলো। শেখ হাসিনার জীবন বাঁচাতে নিজের জীবনটা উৎসর্গ করেছিলো মাহবুব। শেখ হাসিনার জীবন বাঁচানো সেই মাহবুবকে আমরা কি মনে রেখেছি? রাখিনি। তবে জেনেছি যে জন-নেত্রী শেখ হাসিনা মনে রেখেছেন। মাহবুবের পরিবারের খোঁজ খবর তিনি রাখেন।
সরকার পরিবর্তনের পর হত্যাকাণ্ড ও হাসিনা হত্যা প্রচেষ্টায় জড়িত তখনকার লুকিং ফর শত্রুজ স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বদমাশটা এখনো জাবর কাটছে জেলখানায়! ঘটনায় জড়িত গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই প্রধানসহ পুলিশের বড়কর্তারাও বহুদিন ধরে জেলখানার অতিথি হয়ে আইনের লম্বা হাতের অতিরিক্ত লম্বা ছায়ার আদরে এখনো শাস্তি থেকে বহু দূর কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রত্যেকটা বদমাশ একেকটা ধর্ম যাজকের গেট আপ নিয়েছে। দেখে মনে হবে জেল থেকে ছাড়া পেলেই ছুট লাগাবে বায়তুল মোকাররমের দিকে। ক্রমশ: লম্বা হচ্ছে ওদের দাঁড়ি-গুচ্ছ। কপালে দৃশ্যমান হচ্ছে নামাজীদের নূরানি ব্ল্যাক-স্পট। এখনো পলাতক কয়েকজন আসামী। আদালত ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দুই বছর আগে। কিন্তু সেটা কার্যকর হয়নি আজও। ১৯ জনের ১৭ জনই কারাগারের গোস্ত-রুটি খাচ্ছে। রায় কার্যকর হতে আর কতো দেরি পাঞ্জেরি?
সেদিনের হামলায় চারশো আহতের মধ্যে শরীরে গ্রেনেডের স্প্লিন্টারের অসহনীয় যন্ত্রণা নিয়ে এখনো কতজন কাতরাচ্ছেন আমরা তার খোঁজও রাখি না। আইভি রহমান ছাড়া স্পট-ডেড চব্বিশ-জনের একজনের নামও কি আমরা জানি? ‘পাপেট জজ মিয়া’র কি হলও আমাদের জানা নেই। বছর ঘুরে ২১ আগস্ট এলে মিডিয়ার কল্যাণে তারেক-বাবর-হারিসদের কথা নতুন করে ফের অবগত হই আমরা। আহত কারো কারো সাক্ষাৎকার দেখে এবং শুনে খানিকক্ষণ আহা উহু করি। তারপর ফের ভুলে যাই। কারণ ‘গোল্ডফিস মেমোরি’ আমাদের।
এই ‘গোল্ডফিস মেমোরি’ অপবাদ থেকে আমিও মুক্ত নই। আজ একুশে আগস্ট বলেই ইন্টারনেটে হতভাগ্য কিছু রক্তাক্ত আহত ও নিহত মানুষের ছবি দেখে আমারও কিছু কথা মনে পড়লো, ফের।
২০০৪ সালে, কানাডায় বসে ভয়ংকর সেই হামলার দৃশ্য টিভি পর্দায় দেখে এবং বিবিসিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ও কান্না শোনার পর একটা ছড়া লিখেছিলাম পরেরদিন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ঘোর কাটতে না কাটতেই। ছড়াটা পাঠিয়ে দিয়েছিলাম জনকণ্ঠে, তখন তখনই। কিন্তু জনকণ্ঠ অজ্ঞাত কারণে এটা ছাপতে দেরি করেছিলো।
সাধারণত আমার ছড়া জনকণ্ঠে ছাপা হতো চতুরঙ্গ পাতায়, অতিদ্রুত, রাজনৈতিক কলামের পাশে। আমার প্রিয় ও শ্রদ্ধেয় সাংবাদিক-সম্পাদক তোয়াব খান আমার বহু রাজনৈতিক ছড়া বছরের পর বছর ছেপেছেন সেই পাতাতেই। কিন্তু বিস্ময়কর ঘটনা–এই ছড়াটি জনকণ্ঠ ছেপেছিলো তাদের হাস্যরসের পাতা ‘রঙ্গভরা বঙ্গদেশ’-এ। জনকণ্ঠের সেই রঙ্গ আমি মেনে নিতে পারিনি। আমি জানি একটি দৈনিক পত্রিকা হচ্ছে নানান কুতুবের ঘুঁটাকেন্দ্র। কোন্ কুতুব কোন্ ঘুঁটা মেরে সেদিন প্রচন্ডভাবে সমসাময়িক রাজনৈতিক সেই ছড়াটিকে হাস্যরসের হাস্যকর পাতায় ছেপেছিলেন তা জানার আর রুচি হয়নি আমার। তোয়াব খান একাই তো ছিলেন না জনকণ্ঠে! কতিপয় ছদ্ম-প্রগতিশীল ছাগলও ছিলো তাঁর আশেপাশে! এই ছাগলদের কারণেই পরবর্তীতে জনকণ্ঠে লিখতে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, ধীরে ধীরে। সে আরেক কাহিনী।
বিস্মরণ-প্রিয় জাতি হিশেবে আমরা তুলনা-রহিত। আমরা সব কিছু ভুলে যাই দ্রুত। আর সেকারণেই জাস্টিজ ডিলেইড জাস্টিজ ডিনায়েড ফর্মূলায় মহামহিম খুনিদের কেশাগ্র স্পর্শে বিলম্ব ঘটে। প্রলম্বিত বা বিলম্বিত বিচার মানেই ঘাতকের শেকড় গজিয়ে যাবার সমূহ সম্ভাবনা। সেই শেকড়ে মানবতার র্যাপিং করার দায়িত্বপ্রাপ্ত আমেরিকান ‘র্যাপ’-রা ক্ষ্যাপ মারতে আসে। তাছাড়া আমাদের সুশীল ‘মানবতার বেপারীরা’ তো একপায়ে দণ্ডায়মানই থাকে।
একুশ আগস্ট হত্যাকাণ্ডের মূল আসামী তারেককে শেল্টার দিয়ে রেখেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন লর্ড ক্লাইভরা। বদমাশটাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় হাজির করতেই হবে। নইলে আরো হামলার আশঙ্কাটা থেকেই যাবে।
আবারও বলি–একজন শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই ইতিহাসের চাকাটা ১৮০ডিগ্রি ঘুরে যাবে। তাহলে বাংলাদেশকে ফের ‘পেয়ারা পাকিস্তান’ বানানো যাবে। এই একজন শেখ হাসিনার ওপর তাই এপর্যন্ত হামলা হয়েছে একুশবার! হয়তো আরো হবে। একটা বুলেট তাঁকে ফলো করছে অহর্নিশ।
২১ আগস্ট স্মরণে পাঠকবন্ধুদের জন্যে ১৬ বছর আগে লেখা আমার সেই ছড়াটা এখানে তুলে দিলাম ফের–
[ ও হাসিনা দোহাই লাগে
লুৎফর রহমান রিটন
[২১ আগস্ট ২০০৪ জনসভায় গ্রেনেড হামলার পর বিবিসিতে শেখ হাসিনার কান্না শুনে]
জোট সরকার জামাতিদের দাস ও বশংবদ
‘আওয়ামী লীগ নিধন এবং শেখ হাসিনা বধ’–
ওদের প্রধান কর্মসূচি, তাই তো এ-বাংলায়
আবার একটা ‘পনেরোই আগস্ট’ তৈরি করতে চায়।
বাংলাদেশকে চায় বানাতে পেয়ারা পাকিস্তান
টার্গেট তাই শেখ হাসিনার রক্ত এবং প্রাণ।
ও হাসিনা দোহাই লাগে কান্না রাখো চেপে
এগিয়ে যেতে হবেই তোমায় দৃঢ় পদক্ষেপে।
গ্রেনেড-বোমার ধোঁয়ায় আকাশ হোকনা যতোই ফিকে
বাংলাদেশ আজ তাকিয়ে আছে শুধুই তোমার দিকে।
বিপন্ন আজ বাঙালি আর প্রিয় স্বদেশভূমি
ও হাসিনা রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও তুমি।
ছিন্নভিন্ন মানবদেহ লুটিয়ে সারি সারি
সহযোদ্ধার রক্তে তোমার লাল হয়েছে শাড়ি।
আহতদের আর্তনাদে খোদার আরশ কাঁপে
নিরপরাধ মানুষগুলো লাশ হলো কার পাপে?
ও হাসিনা দোহাই লাগে কান্না চেপে রাখো
সহযোদ্ধার রক্ত দেখে থমকে যেও নাকো।
এদেশ তোমার বাবার মায়ের ভায়ের রক্তে আঁকা
তুমিই পারো ফের ঘোরাতে ইতিহাসের চাকা।
তোমার চোখে অশ্রু কেনো? অশ্রু ফেলো মুছে
সূর্য উঁকি দিচ্ছে, আঁধার যাবেই যাবে ঘুঁচে।
অমানিশার অন্ধকারে তুমিই আশার আলো
ও হাসিনা আন্দোলনের দীপ্ত মশাল জ্বালো।
একাত্তরের শকুনগুলো বসেছে মসনদে
লিপ্ত ওরা আওয়ামী লীগ আর হাসি না বধ-এ।
ধর্মান্ধ মৌলবাদের থাবার নিচে জাতি
দুঃখিনী মা বাংলা কাঁদে গুমরে, দিবস-রাতি।
ও হাসিনা দোহাই লাগে আর কোরো না ক্ষমা
প্রতিশোধের অগ্নিতে ক্রোধ অনেক হলো জমা।
দেশবাসীকে সঙ্গে নিয়ে রোখো ওদের থাবা
ঠিক যেমনটি করেছিলেন মুজিব, তোমার বাবা…।
দেশ ও জাতি সঙ্গী তোমার, তোমার কিসের ভয়?
স্বাধীনতার প্রতীক তুমি, জয় বাংলার জয়।
[ছড়ার রচনাকাল/অটোয়া, কানাডা।। ২২ আগস্ট ২০০৪
প্রকাশকাল/ ০৩ সেপ্টেম্বর ২০০৪, দৈনিক জনকণ্ঠ ]
লুৎফর রহমান রিটন
অটোয়া, কানাডা।। ২১ আগস্ট ২০২০