লাখাইয়ের স্কুল শিক্ষিকা রিবন রুপা দাশ এর মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা শাখা । গত শনিবার (১৮মে) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অমল কুমার দাশ পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজন দাশের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, কমিউনিষ্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখাা সাধারণ সম্পাদক পিযুস চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কাজল চৌধুরী, কাউন্সিলর গৌতম রায়, পুজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. তুষার কান্তি মোদক, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হবিগঞ্জ জেলা সভাপতি বাবুল চন্দ্র তালুকদার, হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা শাখা নির্বাহী সভাপতি অসিত চৌধুরী সুমন, সহ সভাপতি গোবিন্দ দাস, মুখপাত্র সৌমিত্র দাস সুমন, সহ সভাপতি সুকান্ত বিশ্বাস টিটু, অলক দাশ, দীপক দাশ, কৃষ্ণ হরি দাশ, উজ্জ্বল বনিক, হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি রজত কান্তি চৌধুরী সিটন, প্রাথমিক শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সমস্য বিপ্লব কুমার দেব, শিক্ষক লাভলু চন্দ্র দাশ, শিক্ষক তরিত কুমার চৌধুরী, শিক্ষক সুজিত চৌধুরী, শিক্ষক রামধন নাগ প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহন করে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত আইনের আওতার আনার দাবী জানান বক্তারা।