লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতা কর্মীরা। পরবর্তীতে এর সাথে সম্মতি জানিয়ে ওই আন্দোলনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন , স্কুল শিক্ষিকা রিবন রুপা দাসের অস্বাভাবিক মৃত্যুর এক মাস কেটে গেলেও এখনো এর সাথে জড়িত আসামীরা ধরাছোঁয়ার বাহিরে। অথচ নিহত স্কুল শিক্ষিকার চিরকুটে আসামীদের নাম লেখা ছিল। পরবর্তীতে চিরকুটে নাম লেখা ব্যক্তিদের বিরুদ্ধে তার স্বামী মামলাও করে। অথচ পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারছে না।
অন্যদিকে আসামীরা দিনরাত ফেসবুকে হবিগঞ্জের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই পোস্ট করে যাচ্ছে। অনলাইনে একটিভ থাকার পরও আসামিদের কেন পুলিশ ধরতে পারছে না এ নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা। অবিলম্বে মামলায় আজহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোব সমাবেশে অংশ গ্রহণকারীরা। স্বাগত ব্যক্তিরা।
উল্লেখ্য- জাতীয় পুরষ্কারপ্রাপ্ত স্কুলশিক্ষক রিবন রূপা দাশের মরদেহ গত ১২ মে লাখাই উপজেলার ঝনঝনিয়া ব্রিজের নিকট থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার স্বামী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।