বাংলাদেশ আইনজীবি ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্কুল শিক্ষিকা বিরন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুতে জেলা এডভোকেট সমিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩মে) জেলা অ্যাডভোকেট সমিতির হল রুমে উক্ত সভায় বিরন রূপা দাসের মৃত্যুতে দায়েরকৃত এজাহারভ‚ক্ত আসামীগণকে অবিলম্বে গ্রেফতার করে তদন্তপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
ইতিপূর্বে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক এজাহারভ‚ক্ত আসামীগণকে সংঘটন হইতে সাময়িক বহিস্কার করার জন্য এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকেও তাদেরকে বহিস্কারের দাবি জানানো হয়।
আইনজীবি ঐক্য পরিষদ, হবিগঞ্জ এর আহবায়ক ও কেন্দ্রীয় আইনজীবি ঐক্য পরিষদের সহ-সভাপতি এডভোকেট সুধাংশু সূত্রধর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, আইনজীবি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট প্রসেনজিৎ দে, এডভোকেট রনজিৎ কুমার দত্ত, এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, এডভোকেট মানবেন্দ্র কুমার দাস, এডভোকেট প্রবাল কুমার মোদক, গণতান্ত্রিক আইনজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মুরলীধর দাস, হবিগঞ্জ জেলার আহŸায়ক এডভোকেট রনধীন দাস প্রমুখ। সভা পরিচালনা করেন এডভোকেট জন্টু চন্দ্র দেব।
সভায় উপস্থিত ছিলেন- এড. শ্যামল কুমার চৌধুরী, এড. সুশীতল চন্দ্র দেব, এড. তমাল কুমার বিশ্বাস, এড. শ্যামল কান্তি দাশ, এড. দ্বীপেশ চন্দ্র দাশ, এড. মিহির কান্তি কর্মকার, এড. দেবাঞ্জন ভট্টাচার্য্য, এড. মনোজিৎ লাল দাশ, এড. সুপ্রিয়া রানী রায়, এড. দেবাংশু দাশগুপ্ত, এড. রাজীব কুমার দে তাপস, এড. নীলাদ্রী শেখর পুরকায়স্থ, এড. রাজগোপাল দাস চৌধুরী, এড. শিপন কুমার পাল, এড. মনমোহন দেবনাথ, এড. নরেশ চন্দ্র পাল, এড. নারদ চন্দ্র গোপ, এড. তুষার দেব, এড. রূপক চৌধুরী, এড. তুষারকান্তি মোদক, এড. প্রসেনজিৎ সরকার, এড. মনি রানী দাশ, এড. বিজন বিহারী দাস, এড. জয়ন্ত কুমার দেব, এড. অজিত কুমার বিশ্বাস, এড. দেবাশীষ পাল চৌধুরী, এড. দ্বীপেশ চন্দ্র পাল, এড. কনককান্তি পোদ্দার, এড. শুক্লা রানী বিশ্বাস, এড. দীপক কুমার দাস ও এড. শশাঙ্ক দত্ত।