‘সৌদিগামীদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে-বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 May 2021

‘সৌদিগামীদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে-বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

Link Copied!

প্রতিনিধি চুনারুঘাট :  সৌদিগামীদের সে দেশের সরকারি নিয়ম মতে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি,হবিগঞ্জ ৪
বুধবার (২৬ মে) সাভারের বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে। তাই দেশের শ্রমজীবী মানুষদের যাতে কষ্ট না হয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। কম খরচে ও সহজে শ্রমজীবীদের বিদেশ যাওয়ার সুযোগ দিতে কাজ করছি আমরা।

ছবি :  বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি

প্রতিমন্ত্রী বলেন, করোনার মন্দা কাটিয়ে উঠতে সরকার পর্যটন ব্যবসাকে আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সঠিকভাবে সরকারি দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়।
নিজস্ব মাধ্যমে জানা যায়, এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, পর্যটন কেন্দ্র জয়ের নির্বাহী কর্মকর্তা শাহজাহান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

চুনারুঘাট সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়