সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 11 February 2021
আজকের সর্বশেষ সবখবর

সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন

অনলাইন এডিটর
February 11, 2021 7:26 pm
Link Copied!

ছবি : হবিগঞ্জের সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ২ নারীসহ সেরা করদাতার সম্মাননা পেলেন ৭ জন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হবিগঞ্জ কর অফিসে আয়োজিত আলোচনা সভায় তাদের এ সম্মাননা দেয়া হয়।

হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও কর পরিদর্শক মো: শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সহকারী কর কমিশনার মীর আজম আলী, হবিগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, আয়কর আইনজীবী মো: মোস্তফা মিয়া, আইনজীবী শামীম প্রমুখ।

তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২০১৯-২০২০ করবর্ষে তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ মহিলা করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে কর দেওয়ায় এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দেওয়ায় মিজানুর রহমান শামীম, মো আহসান কবির, ও মোছা: সাইদাতুননেছাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সহকারী কর কমিশনার মো: আব্দুর রাজ্জাক সেরা করদাতাদের অভিনন্দন এবং সবাইকে সঠিক সময়ের মধ্যে কর প্রদান করার আহ্বান জানান এবং কর বিষয়ে যেকোন পরামর্শ জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান।