জালাল উদ্দিন লস্করঃ মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘরে সেবামূলক সংগঠন আবাবিল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০আগস্ট) বিকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ রাসেল লস্করের সভাপতিত্বে আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আফসার চৌধুরী,রাকিব উদ্দিন লস্কর,ইয়াসিন চৌধুরী,বোরহান উদ্দিন লস্কর ও সাংবাদিক জালাল উদ্দিন লস্কর।
২০১৮ সালে প্রতিষ্টার পর আবাবিল সোসাইটি ২০ টি পৃথক প্রোগ্রামের মাধ্যমে এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় তারা দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ,রোগীর চিকিৎসায় অর্থ সহায়তা, ভ্যানগাড়ী বিতরণের মাধ্যমে কর্মহীনদের কর্মসংস্থানসহ নানান কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখে সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে আবাবিল সোসাইটি তাদের কর্মপরিধি সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের কাজ করছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।