সেনাবাহিনীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

Link Copied!

এম এ রাজাঃ শায়েস্তাগঞ্জ সুতাং মৎস্য হ্যাচারীর সামনে ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে এক সেনা সদস্য আহত হয়েছেন।

১৩ ই জুন রোজ শনিবার সকাল সাড়ে দশটার সময়। ঢাকা থেকে সিলেট গামী সেনাবাহিনীর গাড়ির সাথে সিলেট থেকে ঢাকা গামী ট্রাকের সাথে শায়েস্তাগঞ্জের সুতাং বিলাল মৎস্য হ্যাচারীর সামনে, মহাসড়কে গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। উভয় গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং ট্রাকের গ্লাস ও সামনের দরজা সহ বাম্পার ভেঙে যায়। ইতিপূর্বে এখানে আরো কয়েকবার এক্সিডেন্ট হয়েছে এতে বাচ্চা সহ দুই থেকে তিন জন লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কে কোন ধরনের স্পিড বেকার না থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চলে। অন্যদিকে রাস্তার উভয় পাশে স্কুল,মাদ্রাসা ও মসজিদ থাকার কারণে সব সময় লোকজন আসা যাওয়া করেন। এতে করে এই রাস্তায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এলাকার সচেতন মহলের দাবি দ্রুততম সময়ের মধ্যে এখানে যাতে স্পিড ব্যাকার  দেওয়া হয় তাহলে রাস্তার দুর্ঘটনা অনেকটা কমে আসবে।