মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ প্রতিনিধি ।। সেভ সিলেট পরিবারের নবীগঞ্জ উপজেলার ভলান্টিয়ারদের একাংশ। নবীগঞ্জ উপজেলার প্রতিটি মসজিদে মন্দিরে সেইফটি প্যাক বিতরণ করার পূর্ব প্রস্তুতি নেয়ার সময় তোলা কিছু স্থিরচিত্র। সেইভ সিলেট সেচ্ছাসেবী সংগঠন করোনার আতংকে আতংকিত গোটা বিশ্ব এই সময়ে অসহায় মানুষের পাশে সেইভ সিলেট সেচ্ছাসেবী পরিবার আজ ১০/জুলাই নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ভলান্টিয়ারদের কাছে প্রধান করা হয়েছে সাবান পাউটার মসজিদে মন্দিরে বিতরন করার জন্য !
এ সময় উপস্থিত ছিলেন যারা নবীগঞ্জ উপজেলার কো-অর্ডিনেটর দিপু আহমেদ, সুমায়েল আহমেদ সুমন, ১২ নং কালিয়ার ভাঙ্গা ইউপির কো-অর্ডিনেটর শেখ মোফাজ্জল ইসলাম সজীব, আব্দুর রহিম, দুলন মিয়া, মোহাম্মদ মামুন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, রেদোয়ান আহমেদ, শফিউর রহমান, আশীষ চৌধুরী আকাশ,নাহিদ আহমেদ, মোহাম্মদ রাসেল, আহমেদ ইমতিয়াজ তপু, সোহাগ আহমেদ, শফিউর রহমান, মুন্না আহমেদ, আজহার আহমেদ ইমন, আকাশ খান, ইমদাদুল হক সেজু, খালেদ আহমেদ রুবেল, সেজু আহমেদ চৌধুরী প্রমূখ !