সূর্যমূখী জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় সিজারিয়ান মায়ের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 16 April 2024
আজকের সর্বশেষ সবখবর

সূর্যমূখী জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় সিজারিয়ান মায়ের মৃত্যু

তারেক হাবিব
April 16, 2024 9:21 am
Link Copied!

অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের পর এবার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসবকালীন অস্ত্রোপচারের পর মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিজেদের অপকর্ম ঢাকতে তড়িগড়ি করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত সিজারিয়ান নারী বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকসূখ পুর গ্রামের দিনমুজুর রিপন মিয়ার স্ত্রী সূভী আক্তার সাথী (২৭)। সে ৩সন্তানের জননী।

স্থানীয় সুত্র জানায়, গর্ভকালীন চেকআপ করাতে গত ৩১ মার্চ হবিগঞ্জ শহরের সূর্যমূখী জেনারেল হাসপাতালে যান রিপন মিয়া ও তার স্ত্রী। এ সময় গর্ভের বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে তাদের জানায় সূর্যমূখী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সিজার না করলে বাচ্চা এবং মা’দুজনই মারা যেতে পারেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের কথায় বাধ্য হয়েই ১৭ হাজার ৫০০ টাকায় সিজারে সম্মতি দেন দিনমুজুর রিপন।

গত ( ১১মার্চ) রাত ১০টায় সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন সূভী আক্তার সাথী। ভুক্তভোগীরা জানান, সিজারের পর রাতভর অতিরিক্ত রক্তরক্ষণ হয় সূভী আক্তার সাথীর। বিষয়টি তদারকি করেনি সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তক্ষরণের বিষয়টি বার বার সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ডাক্তারকে জানালেও এতে কর্ণপাত করেননি তারা। এমনই অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরদিন ভোর ৪টায় মৃত্যু হয় ওই নারীর।

তবে বিষয়টি গোপন রাখেন সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার পরামর্শ দেন তারা। তবে এমন আশ্চর্য্য প্রস্তাবে সন্দেহ হলে স্ত্রীর নিস্তেজ দেহটি নজরে আসে রিপন মিয়ার। ভোর ৪টা ২০ মিনিটে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর সূভী আক্তার সাথীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করলে পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলীর মাধ্যমে দফারফার প্রস্তাব দেয় সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী ওই পরিবার জানায়, মূলতঃ সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে প্রসূতি নারীর। হাসপাতালে রক্তের ডোনার উপস্থিত থাকলেও তাকে কাজে লাগায়নি তারা। স্ত্রীর মৃত্যুর পর নবজাতক ও বাকী দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন দিনমুজুর রিপন।

সূর্যমূখী জেনারেল হাসপাতালের ম্যানেজার মুহিবুল ইসলাম জীবন জানান, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলীর মাধ্যমে বিষয়টি আপোষে নিষ্পত্তি করা হয়েছে। সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে কৌশলে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট একই হাসপাতালের অপচিকিৎসায় হালিমা খাতুন নামে এক নারীর নবজাতকের মৃত্যু হয়। ২০২২ সালের ১৩ ডিসেম্বর প্রসূতি স্মৃতি সুত্রধরকে সিজার করে পেটের ভেতর গজ (মফস) রেখে সেলাই করেন আরশেদ আলী নামে এক গাইনী ডাক্তার। এ ঘটনায় ৮ মাস পর ভারতে পূনরায় অপারেশন করে পেটের ভেতর গজ (মফস) বের করা হয়। এতে ভিটে-বাড়ি বিক্রি করতে হয়েছে ভুক্তভোগীদের।