সুশান্ত দাস গুপ্তের জেল জীবন। ২৭ দিনের ঋন ও সারাজীবনের দায়। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 June 2020
আজকের সর্বশেষ সবখবর

সুশান্ত দাস গুপ্তের জেল জীবন। ২৭ দিনের ঋন ও সারাজীবনের দায়।

Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাস গুপ্ত ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২১ মে’ গ্রেফতার হয়ে ১৫ই জুন হাইকোর্ট থেকে জামিন পেয়ে ১৮ই জুন হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের গ্রেফতার ও জামিন কোন বড় ঘটনা নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে কত জন গ্রেফতার হচ্ছেন আর কতজন বেরোচ্ছেন তার হিসাব আমরা কয়জন রাখি। কিন্তু এক্ষেত্রে সুশান্ত দাস গুপ্তের গ্রেফতার, গ্রেফতারের কারন, গ্রেফতার পরবর্তী স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা-পর্যালোচনা,তার জেলজীবন ও জামিন লাভ সারা দেশের ক্ষেত্রে না হলেও হবিগঞ্জের জন্য অভুতপূর্ব একটি ঘটনা। হবিগঞ্জবাসী দীর্ঘদিন এ ধরনের তাৎপর্যপূর্ন ঘটনা পর্যবেক্ষন করেননি বলেই মনে হচ্ছে। হবিগঞ্জের মতো একটি মফস্বল শহরের একটি নতুন পত্রিকার একজন সম্পাদকের গ্রেফতার ও গ্রেফতার পরবর্তী ঘটনা প্রবাহটি হবিগঞ্জের জন্য কেন তাৎপর্যপূর্ন তা একটু পর্যালোচনা করার জন্যই আজকের এই লেখার অবতারনা।

সুশান্ত দাস গুপ্ত গ্রেফতার হওয়ার পর দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, যুগান্তর, সমকাল,কালের কন্ঠ, দেশ রুপান্তর, ইত্তেফাক,জনকণ্ঠ, ভোরের কাগজ, দৈনিক বাংলা,অবজারভার,বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে,বাংলা টিভি,এশিয়ান এইজ স্থানীয় পত্রিকা উত্তরাধিকার ৭১,সিলেট টুডে, বিভিন্ন প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার বিষটি গুরুত্বের সাথে প্রচার করেছে। ডয়েচে ভেলে, বাংলা টিভি লাইভ টকশো করেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নইম নিজাম, পীর হাবিবুর রহমান, ফারুক মেহেদী, প্রবির শিকদার এর মতো প্রতিথযসা সাংবাদিক, স্বনামধন্য ব্লগার অমি রহমান পিয়াল,শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন সাষ্ট ক্লার লিঃ সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের সুশান্তের মুক্তির দাবী বিষয়টিকে গুরুত্বপূর্নই করে তুলেছে।

সুশান্ত দাশ গুপ্তের মুক্তির জন্য সরাসরি আইনী লড়াই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা মতামত দিয়ে সাবেক সংসদ সদস্য কেয়া চৌধুরী এ বিষয়টিকে একটি পর্যায়ে নিয়ে গেছেন বলেই প্রতিয়মান। তবে একটি বিষয় বিশেষ ভাবে উল্লেখ্য যে, সুশান্ত মুক্তি আন্দোলয়েন খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন যুক্তরাজ্য প্রবাসী একদল জানু রাজনীতিবিদ ও সাংবাদিক। তারা সুশান্ত দাস গুপ্তের বিভিন্ন অর্জন সম্পর্কে বিভিন্ন বিশ্লেষন প্রদান করে করে আমার হবিগঞ্জ পত্রিকায় নিয়মিত কলাম লিখেছেন এবং সুশান্ত মুক্তি পরিষদ নামে অনলাইন পেইজ তৈরী ও উক্ত পেইজে তাদের এই মতামতগুলো প্রচার ও শেয়ার করেছেন। বিলাতে দুটি জনপ্রিয় টেলিভিশনে সুশান্ত দাস গুপ্তের গ্রেফতার সম্পর্কে টক শো প্রচার করা হয় যেখানে বিলাত প্রবাসী রাজনীতিবিদ ও বাংলাদেশের বিমান মন্ত্রী জনাব মাহবুব আলীও মতামত প্রকাশ করেন। এই প্রক্রিয়াগুলোর সাথে ওতোপ্রতভাবে জড়িত ছিলেন সংবাদিক জুয়েল রাজ, সুজাত মনসুর, রাজনীতিবিদ হরমুজ আলী ও সৈয়দ তামীম হক প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেনী/পেশার মানুষ প্রকাশ্যে ও গোপনে এবং সুশান্তের কয়েকজন নির্ভীক বন্ধু ও আত্মীয় তার মুক্তির পেছনে নিরলস ভাবে কাজ করে গেছেন। সুশান্ত দাস গুপ্তের জামিন লাভের খরব ও একই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন জাতীয় গনমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

লক্ষনীয় যে, সুশান্ত দাস গুপ্তের গ্রেফতারের পর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হবিগঞ্জ পুজা উদযাপন পরিষদ তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহন করে। তারা সুশান্ত দাসের বিরুদ্ধে মতবিনিময় সভা করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে তার বিরুদ্ধাচরন করতে থাকেন। তাদের এহেন সংগঠন বিরোধী কর্মকান্ডের ফল স্বরুপ দুটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংগঠনের জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তদের শোকজ নোটিশ প্রদান করে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য যে, এই দুটি সংগঠনের নেতৃবৃন্দই হবিগঞ্জে সুপ্রতিষ্ঠিত ও পরিচিত ব্যক্তিত্ব। সুশান্ত দাস গুপ্ত চুরি, ডাকাতিতো করেনি। তার প্রকাশিত পত্রিকায় কিছু অন্যায়ের প্রতিবাদ করেছেন। প্রতিবাদের পদ্ধতিতে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে। তিনি নিজেও একজন সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মের মুরুব্বিরা তাকে ডেকে নিয়ে শাসন করে দিতে পারতেন। তা না করে তারা একটা একপেশে ভুমিকা পালন করলেন। তারা তো কারো খানও না পরেনও না। তবে তারা কেন সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধাচরন করেছেন তা হবিগঞ্জের মানুষের আর বুজতে বাকি নেই। তাদের ভুমিকায় য়ে সীমাহীন ত্রুটি ছিল তার প্রমান কেন্দ্রীয় কমিটি থেকে তাদের শোকজ করা। স্বনামধন্য আইনজীবি ও মানবাধিকার কর্মী রানা দাশ গুপ্তরা নিশ্চয় ভুল সিদ্ধান্ত নেননি। হবিগঞ্জের মানুষ এই স্বনামধন্য সংগঠসগুলোর স্থানীয় পর্যায়ের স্বীকৃত এমন অযোগ্য নেতৃত্বের এই নগ্ন ভুমিকার কথা যুগ যুগ মনে রাখবে বলে মনে হচ্ছে।

হবিগঞ্জ সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজীর স্থাপন করে আসছে। মূলতঃ সাংস্কৃতিক ক্ষেত্রে অগ্রগামীতাই এর মূল কারন ছিল। কিন্তু ইদানিং সাংস্কৃতিক বন্ধ্যাত্বের সুযোগে নীরবে সাম্প্রদায়িকতা নাড়াচারা করছে বলেই প্রতিয়মান হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের শক্তিশালী নেতৃত্বের চাপে নিজেরা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভংগ করতে চাইছেন। নিকট অতীতে হবিগঞ্জে এ ধবনের চিত্র দেখা যেত না। সাংস্কৃতিক ক্ষেত্রে হবিগঞ্জের অগ্রগতিমতার কারনে হবিগঞ্জে সকল ধর্মের মানুষ মিলে মিশে থেকেছে। বর্তমানে সেই সাংস্কৃতিক চর্চা দেখা যায় না। হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো স্বৈরাচার এরশাদ বিরোধী অন্দোলনে অভুতপূর্ব ভুমিকা রেখেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অনন্য ভুমিকা পালন করেছে। কিন্তু সেই গৌরব উজ্জ্বল অতীত এখন ম্লান হয়ে গেছে বলেই মনে হচ্ছে। হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠন গুলোরজোট নামে পরিচিত সম্মিলিত সাংস্কৃতিক জোটকে দেখা গেল সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে মানব বন্ধন করতে। যদিও ২৫/৩০ জন মানুষের সমাগমকে একটি জোটের মানব বন্ধন বলে চালিয়ে দেওয়া হয়েছে। সুশান্ত দাস গুপ্ত হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের কি ক্ষতি করলো তা পরিস্কার নয়। ডিজিটাল সিকিউরিটি মামলায় ক্ষতিগ্রস্থতো একটি পত্রিকার সম্পাদক। সাংস্কৃতিক দৃষ্ঠিভঙ্গি থেকে তাদের তো সুশান্ত দাস গুপ্তের পক্ষ নেয়া উচিত ছিল। যদি তা সম্ভব না হয়, তাহলে তাদের চুপ থাকা উচিত ছিল। তবে তারা কেন সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধাচরন করেছেন তাও হবিগঞ্জের মানুষের আর বুজতে বাকি রইল না। এই কাজের মাধ্যমে তারা হবিগঞ্জের সাংস্কৃতিক জগতের ইতিহাস ও ঐতিহ্যকে লাভবান না ক্ষতিগ্রস্থ করলেন তা হবিগঞ্জের সাংস্কৃতিক ইতিহাস একসময় বিচার করবে।

এই মামলা ও মামলা পরবর্তী প্রেক্ষাপটে সবচেয়ে বেশী অপেশাদারিত্ব প্রদর্শন করলো হবিগঞ্জের সাংবাদিকতার আতুরঘর খ্যাত প্রেস ক্লাব। যে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সারাদেশের সাংবাদিক সমাজ সোচ্চার সেখানে হবিগঞ্জের সাংবাদিক মহল কিসের প্রলোভনে ও কোন ধরনের চাপে তাদের স্বজাতি একজন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে অবস্থান নেয় তা সচেতন হবিগঞ্জবাসীর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই প্রেসক্লাবের একদিন নেতৃত্ব দিয়েছেন এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট আমির হোসেন, ইসমাইল হোসেন ও এডভোকেট রাহাত চৌধুরীর মতো জাদরেল সর্বজন শ্রদ্ধেয় দেশবরেন্য সাংবাদিক। কিন্তু আজ হবিগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের গুনগত মানের অবস্থা কোথায় গিয়ে দাড়িয়েছে, এই ঘটনা তার স্বাক্ষী হয়ে থাকবে। আর একটি বিষয় খুবই তাৎপর্য বহন করে যে, কয়েকদিন আগে চুনারুঘাটের একজন সাংবাদিক একই আইনে গ্রেফতার হওয়ার কারনে সাংবাদিকগন প্রেস ক্লাবে মিটিং করে তার প্রতিবাদ করেছেন মর্মে জানা গেছে। আবার সেই সাংবাদিক সপ্তাহ না ঘুরতেই নিম্ন আদালত থেকে জামিনও পেয়ে যান। একই ধরনের মামলায় দুজন সাংবাদিকের বিযয়ে দুই ধরনের অবস্থানের কি ব্যাখ্যা প্রেসক্লাব নেতৃবৃন্ধ প্রদান করবেন তা জানা প্রয়োজন। যেকোন ক্লাব বা সংগঠন সরকারী কোন নিবন্ধন কর্তৃপক্ষের নিকট থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হলে তাদের একটা জবারদিহিতার জায়গা থাকে। কিন্তু হবিগঞ্জ প্রেসক্লাবের কোন রেজিষ্ট্রেশন আছে বলে আমাদের জানা নেই। তাই এ ক্লাবটিকে কোথাও জবাবদিহি করতে হয়না বলে তারা এখন আর কোন সাংবাদিকদের স্বার্থ না দেখে বিভিন্ন ব্যাক্তি স্বার্থে ব্যাবহৃত হচ্ছে বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন।

আর একটা দুঃখজনক ব্যাপার লক্ষ্য করা গেল যে, সুশান্ত দাস গুপ্ত গ্রেফতার হওয়ার পর তার পক্ষে আইনী লড়াইয়ের জন্য হবিগঞ্জের অনেক আইনজীবি রাজি হননি। পরবর্তীতে সাবেক সংসদ সদস্য কেয়া চৌধুরীর সহযোগিতায় এডভোকেট মোহিত চৌধুরী তাঁর পক্ষে আইনী লড়াই করেছেন। এমনকি আমার হবিগঞ্জ পত্রিকার আইন উপদেষ্টা এডভোকেট বিজন চৌধুরীও অজানা কারনে এই মামলা পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন। এ যেন কুমিরের ভয়ে জলে না নামার মতো অবস্থা। তবে মজার ব্যাপার হলো সুশান্ত দাস গুপ্তের পক্ষে হাইকোর্টে লড়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের সেরা আইনজীবি ও সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি জনাব এডভোকেট আমিন উদ্দিন। হাইকোর্টের অসমর্থিত সুত্রে জানা গেছে যে, উক্ত মামলার জামিনের বিষয়ে সরকার পক্ষের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি এটর্নি জেনারেল কোন প্রকার বাধা প্রদান করেননি। এই বিষয়গুলো অনেক কিছুর ইংগিত বহন করে যা হবিগঞ্জের সচেতন মহল মাত্রই অনুধাবন করতে পারবেন। আরেকটি বিষয় লক্ষনীয় যে, সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল সিকিউরিটি মামলার অন্যতম একটি কারন ছিল নুরপুর ইউনিয়নের চেয়ারম্যানের ত্রান চুরি সংক্রান্ত প্রতিবেদন। এই নিউজটা কতটুকু যৌক্তিক ও সত্য তা স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নূরপুর ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করার মাধ্যমে প্রমানিত হয়েছে। বিচারক হয়তো এ মামলার ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো আমলে নিয়েছেন। অতএর সুশান্ত দাস গুপ্তের নিম্ন আদালতে জামিন না পাওয়া এবং উচ্চ আদালতে রিরোধীতাহীন জামিন লাভের মধ্যে কোন খেলা আছে কি না তা অভিঞ্জ মহল ভাল বলতে পারবেন।

সুশান্ত দাস গুপ্ত কোন যুক্তিতেই আমাদের সম্মানিত সংসদ সদস্য জনাব আবু জাহিরের সমকক্ষ হতে পারেন না। সেটা বয়স, রাজনৈতিক ত্যাগ, যোগ্যতা কোন ভাবেই না। তবে কেন হবিগঞ্জর প্রেসক্লাব,ধর্মীয় সংগঠন, আইনজীবি,সাংস্কৃতিক কর্মীগন তাকে জনাব আবু জাহিরের প্রতিপক্ষ বানিয়ে জেলের ভাত খাওয়নোতে সহয়োগিতা করলেন ? অনেকেই বলেছেন সে সব কিছুতেই বেশী বাড়াবাড়ি করে, কোন কিছুতে স্থিরতা নেই,বদমেজাজী ইত্যাদি ইত্যাদি। লক্ষ্য বাস্তবায়নে অনেক সময় ভুল ত্রুটি মানুষেরই হয়। এ সব কারনে যদি তিনি বা তার পত্রিকা মাননীয় এমপি মহোদয়ের কোন প্রকার মানহানি করে থাকে তাহলে তারা এ বিষয়টি আলোচনার মাধ্যমে সামাজিকভাবে সমাধান করতে পারতেন। সুশান্ত দাস গুপ্তকে মাননীয় এমপি মহোদয়ের নিকট প্রয়োজনে ক্ষমা চাওয়ানো যেত বা আমার হবিগঞ্জ পত্রিকা ও সুশান্ত দাশ গুপ্ত তার পত্রিকাকে বিবৃতি দিয়ে ভুল স্কীকার করানো যেতো। কিন্তু তারা সেটা না করে বিষয়টিকে আরও জটিল বানিয়ে একজন সনাতন ধর্মাবলম্বী পত্রিকা সম্পাদককে জেলের ভাত খাইয়ে হবিগঞ্জ শহরে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তার জের আরও বহুদিন হবিগঞ্জবাসীকে টানতে হবে বলে মনে হচ্ছে। কারন এই প্রক্রিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তাদের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়া হয়েছে এবং হিন্দু-মুসলিমদের আত্মার বন্ধনের হবিগঞ্জ শহরকেও সাম্প্রদায়িকতার স্লো পয়েজনিং করা হয়েছে বলে মনে হচ্ছে।

সুশান্ত দাস গুপ্ত গ্রেফতারের পর জাতীয় গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। যারা সুবিধাজনক স্থানে আছেন তারা নিজেদের ফেসবুক আইডিতে সুশান্তের মুক্তির জন্য দাবী জানিয়েছেন। তবে আরও অনেক অনেক মানুষ যারা নানাবিধ কারনে তাঁর মুক্তির জন্য প্রকাশ্যে কোন আওয়াজ দিতে পারেননি কিন্ত সর্বদা সুশান্ত দাস গুপ্তের জন্য দোয়া করেছেন, বিভিন্ন মাধ্যমে খোজ খবর রেখেছেন। নিরবে যারা সুশান্ত দাস গুপ্তের মঙ্গল কামনা করেছেন তাদের সবার মনের কথা সাবেক এমপি কেয়া চৌধুরীর গত পনের তারিখে প্রদত্ত ফেসবুক ষ্টেটাসে প্রতিধ্বনিত হয়েছে। কেয়া চৌধুরী তাঁর ষ্টেটাসে বলেছেন, # সাফল্যের পরিপূর্ণতা’য় যেমন দেখতে চাই…. সম্পাদক সুশান্তকে। তাঁর হাতে’র কলমটি, মুলত একটি শক্তি। পবিত্র- তাঁর ওপর অর্পিত দায়িত্ব। তাঁর বিবেক, মানবিক। চিন্তা সুচিন্তিত ও সাহসী। তার চাহনি দৃঢ়- সূদুর প্রসারী। দেশপ্রেম তার কলমের কালি। সাম্যের আর্দশে সে অবিচল। অন্যায়ে সবসময় আপোষহীন ; এ জন্যই তো সাংবাদিক, সমাজ দর্পণের মুখপাত্র। দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত কে এভাবেই দেখতে চাই। ব্যক্তি সুশান্তের জন্য নয়। তাঁর কলমের অক্ষরে-অক্ষরে, এই আমাদের প্রত্যাশা। ‘আমার হবিগঞ্জ পত্রিকাটি’র প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতি পৃষ্ঠার প্রতিটি খবর আর খবরের পিছনের খবরও ..সত্য চেতনা’র আশা’য় আলো জ্বলাবে। #

সুশান্ত দাস গুপ্ত আমার হবিগঞ্জ পত্রিকার মাধ্যমে হবিগঞ্জবাসীর সেবা করার একটি সুদুর প্রসারী চিন্তা থেকেই কাজ শুরু করেছেন বলে বলে মনে হয়। ব্যক্তিগত আলাপচারিতায় তিনি জানিয়েছেন যে, তিনি বাকী জীবন আমার হবিগঞ্জ পত্রিকার মাধ্যমে হবিগঞ্জবাসীর সেবা প্রদানের মানসিকতা নিয়েই লন্ডন থেকে ফিরেছেন। তবে এখানে একটা বিষয় বিবেচ্য যে, তিনি মূলতঃ একজন রাজনীতিবিদ। তিনি লন্ডনে রাজনীতি করেছেন। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা হিসাবে পরিচিত। আবার অন্যদিকে আমার হবিগঞ্জ পত্রিকার মাধ্যমে নতুন রুপে সম্পাদক পরিচয়ে সাংবাদিক হিসাবে আবির্ভুত হয়েছেন। তিনি যদি তার সাংবাদিক পরিচয় ব্যবহার করে রাজনীতির কোন ফায়দা লুটর চিন্তা করে থাকেন, তাহলে পত্রিকার মাধ্যমে হবিগঞ্জবাসীর সেবা করার যে প্রত্যয় তিনি দেখিয়েছেন তা কিন্তু সফল হবে না। বাংলাদেশের রাজনীতিতে সম্পাদক – রাজনীতিবিদ কিন্তু নেই বললেই চলে আর সাংবাদিকতা ও রাজনীতি একসাথে যায় না। তবে একজন সম্পাদকের রাজনৈতিক দর্শন থাকতেই পারে কিন্তু তার প্রভাব পত্রিকার পাতায় পড়লে মানুষের মনে পত্রিকাটির উপর আস্থার সংকট তৈরী করে। তাই সুশান্ত দাস গুপ্তকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন পরিচয়ে পরিচিত হতে চান ? কারন তার গ্রেফতারকালীন সময়ে মানুষের মধ্যে তার জন্য দৃশ্যমান-অদৃশ্যমান যে আবেগ, যে ভালবাসা, যে প্রত্যাশা দেখা গেছে সেটি তাকে অবশ্যই ঋনী করেছে বলা যায়। আর যদি মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকে তাহলে তার এই ঋনের দায় তাকে সারাজীবন পরিশোধ করতে হবে। আমার হবিগঞ্জ পত্রিকার মাধ্যমে হবিগঞ্জবাসীর কল্যানে তাকে কাজ করে যেতে হবে। আমার হবিগঞ্জ পত্রিকা ও সম্পাদকের জন্য শুভকামনা।

আব্দুল হাই চৌধুরী সানু
১৮/০৬/২০২০