স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আলী আক্তার চৌধুরী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার(১১নভেম্বর) বিকেল ৪টায় বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিতরণকালেে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর আলহাজ্ব আলী আক্তার চৌধুরী জানান, শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় মনোনয়ন নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে চান। এজন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, নৌকার মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আলী আক্তার চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আওয়ামীলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত ওতপ্রোতভাবে জড়িত।
দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে ইতোপূর্বে তিনি হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এলাকায় এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি রত্না বাজার কমিটির সভাপতি হিসেবে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন ।