ঢাকাTuesday , 14 May 2024
আজকের সর্বশেষ সবখবর

সুদের যাঁতায় পিষ্ট স্কুল শিক্ষিকা রিবন রাণী দাশ

তারেক হাবিব
May 14, 2024 10:35 am
Link Copied!

হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় সাধারণ মানুষরা দাদন ব্যবসায়ীদের বেড়াজালে বন্দী হয়ে দিশেহারা হয়ে পড়েছে। দাদন ব্যবসায়ীদের কব্জা থেকে বের হতে না পেরে অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের জীবন। ফলে সব কিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে তারা। এতে করে কারো সংসার ভাঙ্গছে আবার হাঁটছেন আত্মহত্যার মত কঠিন রাস্তায়।

দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দীর্ঘদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে জনৈক হিন্দু নেতার কাছ স্টাম্প ও ব্যাংক চেক দিয়ে সুদ’ হিসেবে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের অজয় কুমার দাশের স্ত্রী রিবন রাণী দাশ। তিনি স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি চক্রবৃদ্ধি হারে সুদের টাকা বেড়ে দ্বিগুণ হয়ে গেলে দিশেহারা হয়ে পড়েন স্কুল শিক্ষিকা রিবন রাণী দাশ।

এদিকে, টাকার জন্য আদালতে মামলা দায়ের করে চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছিলেন সেই হিন্দু নেতা। গত ১০ মে শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক তারেক হাবিবের ব্যবহৃত মোবাইল নাম্বারের ওয়াসঅ্যাপ কল দিয়ে ৩ মিনিট ৪৮ সেকেন্ড আলাপকালে এমন তথ্যই জানাচ্ছিলেন স্কুল শিক্ষিকা রিবন রাণী দাশ।

এ সময় পত্রিকার মাধ্যমে সমাজের সকল সুদখোরদের মূখোশ উন্মোচন করে আইন ও বিচারের মুখোমুখি করার অনুরোধ করেছিলেন তিনি। স্কুল শিক্ষিকার পারিবারিক সুত্র জানায়, শুক্রবার সকালে বের হয়ে এরপর আর ঘরে ফেরেন নি রিবন রাণী দাশ। গত রবিবার বিকালের দিকে উপজেলার হবিগঞ্জ মাদনা রোডের ঝনঝনিয়া ব্রিজ সংলগ্ন পাশ্ববর্তী এলাকার পতিত ভুমি থেকে তার মৃতঃ দেহ উদ্ধার করে পুলিশ।

ভিন্ন একটি সুত্র জানায়, জেলা ও হবিগঞ্জ পৌর এলাকা এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের কিছু ‘টাউট শ্রেণির’ লোক অবৈধভাবে পুঁজি গড়ে তুলে দাদন ব্যবসা শুরু করেছে।