সৌমিত্র দাস : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া বাজারে শনিবার (২৮আগস্ট) বিকাল ৫ টায় অলিপুর মিল কারখানার বর্জে বিপর্যস্ত এলাকা থেকে অপসারনের দাবিতে জনসাধারণের উদ্যেগে ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা এনজিও পাশা,র সহায়তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন রাজিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশা এনজিও’র মহাসচিব আব্দুল কুদ্দুছ খান,সৈয়দ মোঃহুমায়ুন কবির স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মানববন্ধনে বক্তারা সুতাং নদীর বর্জ্য দ্রুত অপসারণের দাবী জানান।