সিলেট বিভাগের সহকারী শিক্ষক সমিতি করোনাকালীন সময়ে শিক্ষকদের করণীয় শীর্ষক জুম মিটিং অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের সহকারী শিক্ষক সমিতি করোনাকালীন সময়ে শিক্ষকদের করণীয় শীর্ষক জুম মিটিং অনুষ্ঠিত

Link Copied!

 

হবিগঞ্জ সদর : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে জুম মিটিং সফলভাবে আজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় উপ পরিচালক এ,কে,এম, শাফায়েত আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব দিলীপময় দাস চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতি লাল দাশ গুপ্তের সঞ্চালনায় এবং সিলেট জেলা শাখার সভাপতি সোহেল আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সভাপতি জনাব এনামুল কবির, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, সহ কাব স্কাউট বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সাজাউর রহমান, সদস্য সচিব বেনু মজুমদার, কেন্দ্রীয় সদস্য পিন্টু চক্রবর্তী (গোবিন্দ), কেন্দ্রীয় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সভাপতি, লুৎফুন্নাহার লিপি ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক, মোঃ উবাইদুল্লাহ, বাধন সাহা নারানগঞ্জ।

 

                        ছবি: বিভাগীয় পর্যায়ে জুম মিটিং চলাকালীন সময়ে

 

বিভাগীয় উপ পরিচালক মহোদয়ের সাথে শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে শ্রান্তি বিনোদন নিয়ে শিক্ষকদের সমস্যা, ১০ বছর পুর্তিতে গ্রেড পরিবর্তন, করোনা চলাকালীন পাঠদান ইত্যাদি।

বিভাগীয় উপ পরিচালক তার বক্তব্যে এক অংশে বলেন এই করোনা মহামারিতে যদি কোন শিক্ষক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তাহলে উনি তাহার সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবেন। সর্বশেষ সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।