ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হবিগঞ্জ চ্যাম্পিয়ন

এম এ রাজা
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

এই প্রতিযোগিতায় মোট ৪০টি ইভেন্টের মাঝে ২০টি প্রথম পুরস্কারসহ মোট ৪৩টি পুরস্কার পেয়ে হবিগঞ্জ জেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, বিভাগের অন্যান্য জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য সুধীজন।

Developed By The IT-Zone