ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিভিল সার্জনের কাছে হাতেনাতে ধরা পড়লেন দুই ডাক্তার !

তারেক হাবিব
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে অধিক টাকার লোভে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় হাতেনাতে সিভিল সার্জনের কাছে ধরা খেলেন দুই ডাক্তার। একজন ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের অন্যজন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। সোমবার (৬ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিবারের মত হবিগঞ্জ শহরের বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের পরিদর্শনে বের হন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক।

এ সময় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর নতুন পৌরসভা এলাকায় সূর্যমূখী জেনারেল হাসপাতালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ মোহাম্মদ আলমগীর এবং একই এলাকার কেয়ার মেডিকেল সার্ভিসে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের কর্তব্যরত এক ডাক্তারকে হাতেনাতে আটক করেন সিভিল সার্জন।

তবে ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডাক্তারের নাম দৈনিক আমার হবিগঞ্জের কাছে স্বীকার করেননি সিভিল সার্জন। তিনি বলেন, ‘প্রথমবারের মত মানবিকতার বিবেচনায় ছাড় দেয়া হয়েছে তাকে’।

এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময়ে স্থানীয় কেয়ার মেডিকেল সার্ভিস নামে একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডাক্তার মইনুল হক।

হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক জানান, সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার বিষয়টি তাৎক্ষনিক কিশোরগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়ছে। সেখানকার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আলমগীরকে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, বিষয়টি তিনি জানেন। হবিগঞ্জের সিভিল সার্জন মোবাইল ফোনে তাকে অবগত করেছেন। ইতোমধ্যে ওই ডাক্তারকে তার কর্মস্থলে অনুপস্থিতির থাকার জন্য শোকজ করা হয়েছে। এর পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিস্তারিত জানতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ মোহাম্মদ আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিককে চায়ের দাওয়াত দেন।

২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডাক্তার মইনুল হক জানান, ওই সময়ে তিনি কেয়ার মেডিকেল সার্ভিসে যাননি। তিনি বিকেল ৩টায় গিয়েছেন সেখানে।

উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিউটি করার কথা থাকলেও তা তোয়াক্কা না করে অধিক টাকার লোভে প্রাইভেট হাসপাতালে রোগী দেখে থাকেন অনেক ডাক্তার।

এর আগে, শাকিরা নামে এক গর্ভবতিকে ভুল অপারেশন করার অভিযোগ উঠে সূর্যমূখী জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় ওই হাসপাতালের ডাক্তার আকলিমা তাহেরী কলি ও সূর্যমূখী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শাকিরা’র স্বামী মোস্তাফিজুর রহমান।

এছাড়াও ডাক্তার না হয়েও পদবী ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগও রয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যাপারে হবিগঞ্জ আদালতে একটি মামলা বিচারাধীন আছে।

Developed By The IT-Zone