সায়েদুজ্জামান জাহিরকে জাতীয় মিডিয়া থেকে বাদ দিতে গণস্বাক্ষর শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 May 2020
আজকের সর্বশেষ সবখবর

সায়েদুজ্জামান জাহিরকে জাতীয় মিডিয়া থেকে বাদ দিতে গণস্বাক্ষর শুরু

Link Copied!

স্টাফ রিপোর্টার :  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে সারা দেশের সাংবাদিকরা যখন আন্দালন করছে, ঠিক একই সময়ে একজন জাতীয় মিডিয়ার সাংবাদিক হবিগঞ্জ প্রতিনিধি হয়ে আরেকজন সাংবাদিকের বিরুদ্ধে রাজনৈতিক ব্যাক্তিত্বের পক্ষ নিয়ে মামলা দায়ের করায় সাংবাদিক মহলে সমালোনার পাত্র হয়েছেন আর টিভির হবিগঞ্জ প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। দেশের খ্যাতনামা সাংবাদিক নেতাদের অনেকেই তাকে জাতীয় মিডিয়া থেকে বাদ দিতে জোর দাবী জানিয়েছেন।


দৈনিক ‘‘বাংলাদেশ প্রতিদিন’’এর সম্পাদক নঈম নিজাম বলেন, ‘‘সাংবাদিক হয়ে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সায়েদুজ্জামান জাহির একটি ঘৃণ্যতম কাজই করেছেন। কোন রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে এমন কাজ করা তার ঠিক হয়নি। তাকে জাতীয় মিডিয়া থেকে অপসারণ করা হোক’’।

‘‘আর টিভি’’র সাবেক কর্ণধার শঙ্কর মিত্র বলেন, ‘‘জাহির আমার সাবেক প্রতিষ্ঠান আর টিভির প্রতিনিধি এটা আমার ভাবতেই খারাপ লাগে। খুব তাড়া-তাড়ি তাকে আর টিভি থেকে বহিস্কার করা হোক।

দৈনিক ‘‘সিলেটের দিনকাল’’ পত্রিকার নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল বলেন, ‘‘জাহির সাংবাদিক জগতের এক কলঙ্কের নাম। দেশের সাংবাদিকরা যেখানে এ কালো আইনের বিরোধিতা করছে, আর জাহির সেখানে এ আইনের সমর্থন দিয়ে আরেক সাংবাদিকের উপর মামলা দায়ের করেছে। যত তাড়া-তাড়ি সম্ভব সাংবাদিক জাতীর এ কলঙ্ককে মুছে ফেলতে হবে’’।

এদিকে, ঘৃন্যতম কাজের জন্য সচেতন মহলের উদ্দ্যোগে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘‘আর টিভি’’ কর্তৃপক্ষ বরাবরে গণস্বাক্ষর সংগ্রহ করে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে প্রবীণ সাংবাদিক প্রবীর শিকদার দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, ফরমায়েশি মামলা করায় ওই সাংবাদিকের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া হবে ততই মঙ্গলজনক । পাশাপাশি কলঙ্কমুক্ত হবে সাংবাদিক সমাজ।