হাসান মোল্লা : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে মানবেতর জীবনযাপন করছে গরিব, অসহায় মানুষজন। ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসব মানুষের পাশে সহযোগিতা করে চলেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ই মে) হবিগঞ্জে অবস্থানরত সরকারি,বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘সাস্টিয়ান হবিগঞ্জ’ এর পক্ষ হতে সদস্যদের নিজস্ব অর্থায়নে দরিদ্র ও কর্মহীনদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ‘সাস্টিয়ান হবিগঞ্জ’ অসহায়, নিম্নবিত্ত ও কর্মহীনদের ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক পরিবারের প্রত্যককে চিনিগুড়া চাল,আলু,পেয়াজ,ডাল,তেল,চিনি, সেমাই,গুড়ো দুধ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জহুরুল হক শাকিল, সোনালী ব্যাংক লিমিটেড এর এসপিও মোঃ মকসুদ আলী, সোনালী ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার তোফায়েল মস্তফা তরপদার,এনডিসি জহুরুল হক রাসেল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েে সিনিয়র শিক্ষক শংকর চন্দ্র দেব, জনতা ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার মোঃ আলমগীর,সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান,পূবালী লিমিটেড কর্মকর্তা মোঃ ইব্রাহিম অডিটর জাকির হোসেন,সোনালী ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার মোঃ আজিজ, সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা,মাহফুজুর রহমান মাফুজ,সহকারী শিক্ষক, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। হাসান সাঈদ,চাইল্ড রাইটস ফ্যাসিলিটর কর্মকর্তা,লিপটন দাশ,প্রভাষক,শচীন্দ্র কলেজ সহ সাস্টিয়ান হবিগঞ্জের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সাস্টিয়ান হবিগঞ্জ বিগত সময়েও দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে মানবতার বার্তা নিয়ে ত্রান সামগ্রী বিতরণে অংশগ্রহন করে আসছে দীর্ঘদিন যাবৎ।