সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে- র‍্যাব মহাপরিচালক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 March 2021
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে- র‍্যাব মহাপরিচালক

Link Copied!

মুহিন শিপনঃ  র‍্যাব-৯ হবিগঞ্জের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর কার্যালয় উদ্বোধন করতে এসে “সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে” বলে মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুর ২টায়  র‍্যাবের  মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফিতা কেটে সিপিসি-১ এর অস্থায়ী ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় র‍্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের  উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের শেষে প্রধান অতিথির বক্তব্যে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। র‍্যাব-৯ এর নবগঠিত সিপিসি-১ এর এই ইউনিট সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে।

ছবি : সাংবাদিকদের সাথে কথা বলছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

এর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে। কেউ যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের জায়গা এদেশে হবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। র‍্যাব ৯ এর  মিডিয়া উইং সদস্য ওবাইনের সঞ্চালনায় সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার (অতি: পুলিশ সুপার ) কামরুজ্জামানের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন র‍্যাব  ৯ এর সিও (কমান্ডার)  লেফটেন্যান্ট  কর্নেল আবু মুসা শরীফুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍্যবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন,  সিলেট রেঞ্জের ডিআইজি  মফিজ উদ্দিন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান, হবিগঞ্জের  পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার নব- নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।