সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 June 2020
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন এমপি মজিদ খান

Link Copied!

শিশির, বানিয়াচং প্রতিনিধি : সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াচং -আজমিরীগঞ্জ (হবিগঞ্জ ২) আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জনাব আব্দুল মজিদ খাঁন এমপি মহোদয়। তিনি তার ফেইসবুক পোস্টে এই শোক প্রকাশ করেন।

তিনি লিখেন  ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম রাজনৈতিক সহযোগী, জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয়  সভাপতি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সমবেদনা জানাই এবং
মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।