স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, আমার কোন উচ্চ আকাংখা নেই। একজন সৎ, পরিশ্রমী, বিবেকবান এবং সৎচরীত্রের অধিকাররী হতে পারলেই আমি খুশি। সাধারণ জনগণই আমার চলার শক্তি। তাই আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই। শনিবার (৯মে) হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রতিদিনের ন্যায় শনিবার (৯মে) বিকালে দ্বিতীয় বারের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের উমেদনগর এলাকার গৃহবন্দি, কর্মহীন পরিবারের মাঝে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত ইফতার সামগ্রী হবিগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকার গৃহবন্দি, কর্মহীন মানুষের নিকট ঘরে ঘরে পৌঁছে দেন।
এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সামাজিক নিরাপত্তার আওতায় এসব কার্যক্রম চলমান থাকবে। মহান সৃষ্টিকর্তা আমাকে যতদিন তওফিক দিবেন, আমি ততদিন আপনাদের পাশে থাকব ইনশাহ-আল্লাহ।