মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : চুনারুঘাটের সাদ্দাম বাজারে, সাদ্দাম বাজার যুব সংঘের উদ্যোগে এলাকার অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার। সাথে হাপ্টার হাওর নূর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চারদিকে রোপন করা হয় বিভিন্ন ফলজ জাতীয় বৃক্ষ। বৃক্ষের মাঝে রয়েছে-আম, জাম, কাঁঠাল, জলপাই ও চম্পকফুল।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় চেয়ারম্যান হুমায়ূন কবীর খাঁন এর সভাপতিত্বে ও দৈনিক আমার হবিগঞ্জের চুনারুঘাট প্রতিনিধি মোহাম্মদ হুমায়ূন এর সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ আবেদ হাসনাত সনজু চৌধুরী, হবিগঞ্জ বারের আইনজীবী মোঃ খলিলুর রহমান, ব্যাংকার রায়হান আহমেদ, ওসমানগনি কাজল, প্রধান শিক্ষক নূরুল আমীন, আহাদ আলী, আঃ মালেক চৌধুরীসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার সুমন বলেন, আজ আমরা যে সংঘের আত্মপ্রকাশ করলাম তাদের মূলপ্রতিপাদ্য ”আমরা সাজাব আমাদের সমাজ” এর লক্ষে বলবো আসুন আমরা সকলে মিলে এ সমাজটা গড়ি, যেখানে থাকবেনা কোন কলহ, থাকবে না মাদকের কোন কালো থাবা, সমাজটা হবে আদর্শের কথামালায়, পূর্ণ ও শান্তি বিরাজ করবে সর্বত্র। চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, সংঘের নীতিমালা খসরা খুব চমৎকার, তবে আমার দাবি মাদকের ব্যাপারে নীতিমালা যেন ২ নং নীতিমালা খসরায় আনা হয়।চেয়ারম্যান হুমায়ূন কবীর খানের সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপন শেষে সমাপ্ত ঘোষণা করা হয়।
সংঘটির মূল মন্ত্র ”আমরা সাজাব আমাদের সমাজ” এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে সমাজের দানবীর মোহাম্মদ আলী (সৌদি প্রবাসী), চেয়ারম্যান সনজু চৌধুরী (২ নং আহম্মাদাবাদ ইউপি), আলহাজ্ব মোঃ লিটন মিয়া জমাদার (সৌদি প্রবাসী), মোঃ রফিকুল ইসলাম (কুয়েত প্রবাসী), মোঃ সফিকুল ইসলাম (কাতার প্রবাসী), মোস্তাফিজুর রহমান উস্তার (দুবাই প্রবাসী) ও অত্র সংঘের সদস্যগণের অর্থায়নে এ ত্রাণ প্রদান ও বৃক্ষ রোপন সম্পন্ন করা হয়।