সাদ্দাম বাজার যুব সংঘের উদ্যোগে মরহুম আস্কর আলীর কুলখানিতে ত্রাণ প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

সাদ্দাম বাজার যুব সংঘের উদ্যোগে মরহুম আস্কর আলীর কুলখানিতে ত্রাণ প্রদান

অনলাইন এডিটর
August 22, 2020 12:50 am
Link Copied!

ছবি: মরহুম আস্কর আলীর কুলখানিতে ত্রাণ প্রদান।

 

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউপির ৮ নং ওয়ার্ডের নবগঠিত ”সাদ্দাম বাজার যুব সংঘ”র মাধ্যমে মরহুম আস্কর আলীর কুলখানিতে ত্রাণ প্রদান করা হয়।

শুক্রবার (২১ আগষ্ট) সকাল ১১.০০ ঘটিকায় এ ত্রাণ মরহুম আস্কর আলীর বিধবা স্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলন সংঘের সভাপতি মোহাম্মদ হুমায়ূন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রচার সম্পাদক খুর্শেদ আলম ও ঐ পরিবারের বড় সন্তান ফজর আলীসহ আরো অনেকে।

উক্ত ত্রাণের অর্থায়নে সহযোগিতায় ছিলেন প্রবাসী মোহাম্মদ আলী, প্রবাসী শফিকুল ইসলাম, প্রবাসী রফিকুল ইসলাম, প্রবাসী শাহীন খাঁ, প্রবাসী উস্তার মিয়া ও সংঘের সদস্যবৃন্দ।

সংঘের সভাপতি মোহাম্মমদ হুমায়ূন দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান এটি আমাদের দ্বিতীয় সামাজিক উদ্যোগী কাজ। আমাদের পরবর্তী লক্ষ্য এলাকার অসহায় দরিদ্র বিধবাদেরকে একটি করে ছাগল প্রদান।