হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নিয়ে সাধারন জনমনে হতাশা জন্ম নিচ্ছে !
২০ লক্ষ টাকা কেলেঙ্কারি সহ কিছুদিন পর পর’ই লোকাল বিভিন্ন পত্রিকায় হেডলাইন হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
সাবেক সভাপতি মোস্তাফা কামাল আজাদ রাসেল, সাধারন সম্পাদক রানা ভাই, রাজ ভাই মুকিদ ভাই, তাদের কমিটির লগ্ন থেকেই ছাত্রলীগের রাজনীতি সক্রিয় ছিলো।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ইউনিটির ডিসিপ্লিন দেখে বলতেন, হবিগঞ্জ গিয়ে রাজনীতি শিখে আসুন। আর আজকে সেই জেলা ছাত্রলীগের নামে এত কলঙ্ক! বাংলাদেশের মধ্যে এমন জেলা বিরল হয়ে থাকবে।
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশে জন্মের আগে থেকেই নিরলসভাবে কাজ করেছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মুক্তিযুদ্ধ বর্তমান করোনা যুদ্ধ পর্যন্ত। সেই ঐতিহ্যবাহী সংগঠনতো কারো পৈতৃক সম্পত্তি না যা ব্যাক্তিগত ভাবে ব্যবহার করবে। আমাদের সময়কার রাজনীতিতো এমন ছিল না!
আমি হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করছি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যতা যাচাই করে তাদের কে আজীবন বহিষ্কার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সুনাম অক্ষুন্ন রাখা হক।
আলী রেজা রাজু
যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা।