সাংসদ মজিদ খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন সম্মিলিত শিক্ষক পরিষদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

সাংসদ মজিদ খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন সম্মিলিত শিক্ষক পরিষদ

অনলাইন এডিটর
August 14, 2020 3:23 pm
Link Copied!

ছবি: সাংসদ এডভোকেট মজিদ খানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সম্মিলিত শিক্ষক পরিষদ।

 

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিবপাশা সম্মিলিত শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে হবিগঞ্জে সাংসদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি আমিরুল সইলাম সর্দার, সাধারণ সম্পাদক এ এফ এম জাবেদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মাহবুব আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাকিম আহমেদ, সদস্য আলমগীর হোসেন চৌধুরী এবং অছিউর
রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিতি শিক্ষক পরিষদের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

সাংসদ মজিদ খানের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনটির সভাপতি কামরুজ্জামান চৌধুরী বলেন, জাতি গঠনের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। আর জাতিকে শিক্ষিত করে তুলেন শিক্ষকরা। হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন শিবপাশা ইউনিয়নের অসংখ্য শিক্ষক। সবাই যাতে এলাকায় শিক্ষা বিস্তারে ভুমিকা রাখতে পারে সেজন্য এই সংগঠন। এছাড়াও শিবপাশা ইউনিয়নসহ বানিয়াচং-আজমিরীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এমপি মজিদ খানের সহযোগিতা
কামনা করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি মজিদ খান বলেন, সমাজ পরিবর্তনের জন্য কিছু কিছু কাজ আছে যা একা করা যায়না। এজন্য প্রয়োজন হয় সংগঠনের। শিবপাশায় শিক্ষকদের এরকম একটি মহৎ সংগঠন আরও আগেই হওয়া উচিৎ ছিল। এলাকায়
শিক্ষার উন্নয়নসহ সার্বিক যেকোনো বিষয়ে প্রভাব বিস্তার করে ব্যাপক ভুমিকা রাখতে পারে সম্মিলিত শিক্ষক পরিষদ।

তাছাড়া শিক্ষাকে এগিয়ে নিয়ে নেয়াসহ শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে শিবপাশা ইউনিয়নের শিক্ষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ আব্দুল মজিদ খান।