হৃদয় খান, বানিয়াচং প্রতিনিধি ।। বানিয়াচং-আজমিরীগঞ্জের শিক্ষাখাতের উন্নয়নে প্রায় ১০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছেন বানিয়াচং আজমিরীগঞ্জের সংসদ সদস্য এডভোকেট মজিদ খান।
ভাটি অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ৪ টি হাইস্কুল ও ৬টি প্রাইমারী স্কুলের উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে এ অনুমোদন দেয়া হয়। বিদ্যালয় গুলো হলও শ্রীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াবাদ চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায় মর্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকার অবহেলিত মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নেও কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য আব্দুল মজিদ খান।
এ ব্যাপারে সংসদ সদস্য মজিদ খান জানান, ভাটি অঞ্চলের শিক্ষা ও সার্বিক উন্নয়নে তার এ নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেয়া হয়েছে।