তারেক হাবিব, প্রধান প্রতিবেদক।। ‘‘দৈনিক হবিগঞ্জ সমাচার’’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ মার্চ মঙ্গলবার বিকেলে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় তিনি ত্রাণসামগ্রী ভ্যান গাড়ী দিয়ে অসহায় মানুষের বাড়ি-বাড়ি পৌঁছে দেন।
সাংবাদিক রাসেল চৌধুরী জানান, সম্প্রতি করোনা ভাইরাসের প্রতিরোধে লক ডাউনের ফলে ঘরে বসে থাকা দিন মজুরদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।