আজ (১০অক্টোবর ) বৃহস্পতিবার দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেক সাংবাদিক আতাউর রহমান ইমরান এর ১ম মৃত্যু বার্ষিকী। ২০২৩ সালের আজকের এইদিনে লিউকোমিয়া (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে ঢাকা ঢাকার গ্রীন লাইফ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ সময় তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ৫ বছরের একটি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আতাউর লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম লিয়াকত ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়েজুন নেছার একমাত্র সন্তান। তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়িতে আজ (বৃহস্পতিবার) দুপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান তার স্ত্রী তানজিনা রহমান প্রিয়া।
অনুসন্ধানী এই সাংবাদিক প্রায় ৩ বছর ধরে সাংবাাদিকতায় জড়িত ছিলেন। তিনি ২০২১সালের ১৪ এপ্রিল (প্রহেলা বৈশাখ) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা প্রকাশনার ১ম দিন থেকে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তের হাত ধরে তার সাংবাদিকতার যাত্রা শুরু করেন। ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সহসভাপতিও।
শুরুর দিকে লাখাই প্রতিনিধি থাকলেও পরবর্তীতে তার শ্রম ও মেধায় স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান। এরপর কিছুদিন ভারপ্রাপ্ত বার্তা সম্পাদদের দায়িত্বও পালন করেন। পরে ২০২২ সালের ৮ জানুয়ারি পত্রিকাটির প্রধান প্রতিবেদক মনোনীত হউন।
কিছুদিন পর ২০২২ সালের ১লা আগষ্ট তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করে ছিলন, ২০২২ সালে দৈনিক বাংলা মিরর নামে একটি নিউজ পোর্টাল আত্নপ্রকাশ করেছিলেন, সেটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।
এছাড়া তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালের ১৪ এপ্রিল আমার হবিগঞ্জ স্বর্ণপদক ২০২২ লাভ করেন। এর মধ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে ২০২১ সালের ১৯ এপ্রিল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তের শ্বশুড়ের বাসায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা ও লুটপাট, বিভিন্ন আবাসপত্র ভাংচুর করা হয়।
পরে এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আতাউর রহমান ইমরানসহ ২২ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২১ সালের ২১ এপ্রিল হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম বাদি হয়ে পুলিশ এ্যাসল্ট দায়ের করেন।পরে মামলার হাজিরা দিলে সাংবাদিক আতাউর রহমান ইমরান জামিন লাভ করেন। এছাড়াও তার করা নিউজের পর হবিগঞ্জ জেলা স্পেশাল ম্যাজিস্ট্রেট জাকির হোসান বাদী হয়ে আদালতে স্বপ্রণোদিত হয়ে ৫টিরও অধিক মামলা দায়ের করেন। মামলাগুলি এখনও চলমান রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং লাখাই উপজেলার স্বজনগ্রাম গ্রামে কবর থেকে ধোঁয়া বের হচ্ছে ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পেইজে লাইভ ভিডিও করলে ভিডিওটি ৫ মিলিয়ন ভিউ হয়েছিল। তিনি শুধু সাংবাদিকই নয় তিনি ছিলেন শিক্ষানবীশ আইনজীবী এমনকি রাজনীতিবীদও – লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ছিলেন, সবমিলিয়ে তিনি ছিলেন জেলাজুড়ে একজন আলোচিত সংবাদকর্মী ছিলেন।