সাংবাদিকদের ক্যামেরা-মোবাইল-মোটরসাইকেল ছিনতাই : ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 1 January 2021
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ক্যামেরা-মোবাইল-মোটরসাইকেল ছিনতাই : ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের

Link Copied!

স্টাফ রিপোর্টার :   হবিগঞ্জ জেলা পরিষদের সামনে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। হামলাকারীরা এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক আব্দুল হালীমের মোবাইল ফোন, মানিব্যাগ ও একটি স্যামসাং এম থ্রী ওয়ান ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেয়।

এ সময় সাংবাদিক আব্দুল হালীম তাদের বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয় সাংবাদিকরা এগিয়ে আসলে তিনি প্রাণে রক্ষা পান। ২৩ ডিসেম্বর বুধবার হবিগঞ্জ সদর থানার সামনে জেলা পরিষদের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, গত ২২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবস আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা সংরক্ষিত আসনের সাবেক এমপি এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটে ।

 

ছবি : অভিযুক্ত জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর ও সেক্রেটারি মাহি

 

এর পরিপ্রেক্ষিতে পরদিন ২৩ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের ডাক দেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে, আবু জাহিরের নির্দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে পরিকল্পীতভাবে বাধা প্রদান করে কিছু উশৃঙ্খল যুবক। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ওই উশৃঙ্খল যুবকরা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার গ্রফিক্স ডিজাইনার আব্দুর রহিম পলাশের ডিএসএলআর ক্যামেরা এবং একটি স্যামসাং মোবাইল ফোন এবং হবিগঞ্জ সদর প্রতিনিধি এম এ রাজার একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় (যার নং- হবিগঞ্জ-হ-১১-২৬১৯)। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার গ্রফিক্স ডিজাইনার আব্দুর রহিম পলাশ জানান, তার ডিএসএলআর ক্যামেরা এবং মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি আইড়া কোণা গ্রামের মোসাদ্দর আলীর পুত্র সাইদুর রহমান, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র মহিবুর রহমান মাহি, শহরতলীর বড় বহুলা গ্রামের সালেহ মিয়ার পুত্র সাব্বির আহমেদ রনিসহ আরও কয়েকজন। এ ব্যাপারে তিনি হবিগঞ্জ সদর থানায় একটি এজাহারও দায়ের করেছেন।

 

সাংবাদিক আব্দুল হালীম দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘উশৃঙ্খল কয়েকজন যুবক আমার মোবাইল ফোন ও ক্যামেরাসহ আরও কিছু জিনিসপত্র ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করতে চাইলে তারা আমার ক্যামেরাপার্সন লিমনের উপর হামলা চালায়’। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান। তাছাড়া দৈনিক হবিগঞ্জ সমাচর পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরীকে মারধোর করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় অভিযুক্ত সাইদুর-মাহি ও তার সহযোগিরা।

অভিযুক্তদের পক্ষে আওয়ামী লীগ নেতা এড: সুলতান মাহমুদ, এড: আজিজুর রহমান খাঁন সজল, নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও আব্দুল মুকিতসহ আরো কয়েকজন হবিগঞ্জ প্রেসক্লাবে গিয়ে নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করে এই ঘটনা ধামাচাপা দেন।

আব্দুর রহিম পলাশের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উৎসব কর্মকার জানান, মামলার তদন্ত চলছে। আশা করছি ভাল ফলাফল পাওয়া যাবে।