সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়লেন চা কন্যা খাইরুন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 June 2024
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ ভোট পেয়ে ইতিহাস গড়লেন চা কন্যা খাইরুন

Link Copied!

চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন চা কন্যা খ্যাত মোছাঃ খাইরুন আক্তার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার (৫জুন) ৭৬ হাজার ২’শত ৮১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। একই পদে নির্বাচনে অংশ নেয়া বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুনসহ বাকী কেউ ই তার ধারে কাছেও নেই। নির্ধারিত ভোটের কম ভোট পেয়ে বাকীরা সবাই জামানত হারিয়েছেন।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮’শত ৭৩ ভোট, হাঁস মার্কা প্রতীকে কাজী সাফিয়া আক্তার ১২ হাজার ২১, পদ্মফুল প্রতীকে পারুল আক্তার ৩ হাজার ১’শত ৪৮ এবং বৈদ্যুৎতিক পাখা প্রতীকে মোছাঃ ইয়াসমিন আক্তার মুক্ত ৪ হাজার ১’শ ৬৮ ভোট।

এদিকে, নির্বাচনে জয়লাভ করার পর দৈনিক আমার হবিগঞ্জের সাথে আলাপকালে তিনি বলেন, ‘১’শত ৭০টা মুজুরিতে চা শ্রমিক হিসেব কাজ করতেন তিনি। সাধারণ মানুষের সাহায্যে এবং তাদের দাবীতে প্রার্থী হয়েছিলেন খাইরুন। চা শ্রমিকদের ইতিহাসে হবিগঞ্জে কোন নারী শ্রমিক নির্বাচনে অংশগ্রহন করে বিশাল ব্যবধানে জয়লাভ করল। এটা নতুন ইতিহাস।