মোঃ মিটন মিয়া, মাধবপুর : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ এলাকায় শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জসিমের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম মারা যান। তবে প্রাইভেটকার ও চালককে আটক করা যায়নি।