সরকারের নির্দেশনা মানছেনা হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 May 2021
আজকের সর্বশেষ সবখবর

সরকারের নির্দেশনা মানছেনা হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস

Link Copied!

জি কে ইউসুফ।।  করুনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও নিয়মিত ভাবে সরকারের নির্দেশনায় চলে আসছে  লকডাউন।
এরই ধারাবাহিকতায় গত ১৬ মে থেকে আগামী ২৩শে মে মধ্য রাত পর্যন্ত ১সপ্তাহের জন্য  লকডাউন বাড়ানো হয়েছে।

এতে গন পরিবহন বন্ধ থাকার কথা থাকলেও  গতকাল সোমবার সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙুলী দেখিয়ে চলছে হবিগঞ্জ সিলেট  বিরতিহীন এক্সপ্রেস বাস। এতে চট্ট-মেট্রো ব ১১- ০১০৭) গাড়ীর একজন যাত্রী অভিযোগ করে বলেন।

লকডাউনের আগে দুই সিটের মধ্যে একজন বসার নিয়ম থাকলেও  দুই সিটেই যাত্রী পরিবহনের পাশাপাশি প্রতি এক সিটেই বসে যাত্রীদের  ডাবল বাড়া আদায় করছে সাধারণ যাত্রীদের কাছ থেকে।

 

গাড়িতে  স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে, গাদাগাদি করে যাত্রীদের তুলা, প্রতি দুই সিটে একজন যাত্রী বসার কথা থাকলেও   প্রতি আসনেই যাত্রী পরিবহন করে আসছে তারা।  প্রতি সিটে ডাবল বাড়ার পাশাপাশি অতিরিক্ত বাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

মালিক সমিতির অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করছেন সাধারণ যাত্রীরা।

এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক শুভ্রশংক রায়ের  সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন।

আমরা সরকারের স্বাস্থ্য বিধিমালা মেনে গাড়ি গুলো রাস্তায় ছাড়ছি,  আর যদি কোন গাড়ির বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিব।

 

 

ছবি : সরকারের নির্দেশনা উপেক্ষা করে চলছে হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস

 

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এর সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন। আগামী ২৩ তারিখ পর্যন্ত বাস বন্ধ থাকবে।আমি বিষয় টি এখনি দেখতেছি।