মাজহারুল ইসলাম তানিল, মাধবপুর : সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রি ও ৬০% ভাড়া বেশি নিয়ে বাস চলাচল করার কথা থাকলেও বাস কন্টাক্টর প্রতি স্টেশন এ গাড়ি থামিয়ে যাত্রি উঠায়। মনে হয় যেন তারা সরকারি কোন নিয়ম নীতি জানেই না।
এ ব্যাপারে কন্টাক্টর এর সাথে কথা বললে তিনি বলেন যে সামনে গিয়ে পুরো বাস একদম খালি হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় যত সামনের দিকে যায় ততই যাত্রি বাড়ে। একসময় দেখা যায় পুরো বাসটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু যাত্রি কমে না।
যাত্রিদের সাথে কথা বলে জানা যায় বাসের কন্টাক্টররা তাদের উঠানোর সময় বলে সিট একদম খালি উঠে দেখে সিট নাই। তখন তাদের সিট কোথায়? বলে প্রশ্ন করলে তারা একই উত্তর দেয় যে একটু দাঁড়ান সামনে সিট খালি হবে। কিন্তু নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে গেলেও সিট খালি হয় না।
সর্বশেষ হবিগঞ্জের বাস টিকেট কাউন্টার এ যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, যে তাদের নির্দেশ করা আছে তারা যেন অতিরিক্ত যাত্রি না নেয় এবং সরকারি সকল নিয়ম মেনে চলে। তারপরও তারা কেন এমন করে? তাদেরকে অবশ্যই সতর্ক করে দিব। সেই সাথে পরবর্তী সময় থেকে আর এমন হবেনা বলে আমাদের আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে জানতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারে’র নম্বরে ফোন করা হলে তৎক্ষনাৎ ফোন রিসিভ করেনি।