বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশায় শরীফ উদ্দিন রোড সংলগ্ন সরকারি জায়গা দখল ঘর নির্মাণ করেন ওই এলাকায় আরিফ উল্লাহর পুত্র হানু মিয়া।
এটি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার অনলাইন ও পরের দিন পত্রিকাটির প্রিন্ট ভার্সনে “বানিয়াচংয়ে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ-ইউএনও’র কাছে অভিযোগ” এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
সংবাদটি স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের নজরে আসলে যাচাই-বাছাই শেষে বুধবার (২৩ফেব্রুয়ারি) নির্মাণাধীন ঘর উচ্ছেদ করতে অভিযান চালায় প্রশাসন।
সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে অভিযান চালিয়ে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে হ্যামার দিয়ে ঘরের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
সরকারি জায়গা থেকে ঘর ভেঙ্গে দেয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। তিনি আরো জানান,প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
প্রসঙ্গত, সরকারি জায়গা দখল করে ঘর তৈরী করার ফলে জনচলাচলে অসুবিধা ও পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি হওয়ায় নির্মাণকৃত ঘর অপসারাণের জন্য এলাকাবাসীর পক্ষে মো: বাদশা মিয়া চৌধুরী গত বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলেন ।