সরকারি ঘর পাইয়ে দেয়ার নাম করে টাকা আত্নসাত : আওয়ামী লীগ নেতা বশিরকে শোকজ  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 August 2021
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ঘর পাইয়ে দেয়ার নাম করে টাকা আত্নসাত : আওয়ামী লীগ নেতা বশিরকে শোকজ 

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব।।  হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আহমেদের বিরুদ্ধে স্থানীয় হতদরিদ্রকে সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ঘুষ গ্রহণের দায়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে উপজেলা আওয়ামীলীগ কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন ।
গত ২৬ আগস্ট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত নোটিশটি রেজিষ্ট্রি এডিযুক্ত ডাকযোগে বশির আহমেদের নামে প্রেরণ করা হয়েছে।

ছবি : বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ এর ফাইল ছবি

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে স্বাক্ষরকারীর কাছে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। বাহুবল বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ঘর দেয়ার নামে তার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেন বশির আহমেদ। দীর্ঘ দুই বছর অতিবাহিত হলেও ঘর দেয়া তো দূরের কথা তার সাথে কোন যোগাযোগই রাখেননি তিনি। বার বার তাগিদ এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দকে অবগতও করেন  বাদল বৈদ্য নামে ওই দরিদ্র ভূক্তভোগী।
ফলে অতিষ্ট হয়ে গত সপ্তাহে তিনি দলীয় সংগঠনে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই ওই নেতার নামে কারণ দর্শাও নোটিশটি পাঠানো হল।
দলীয় নেতাদের সাথে আলাপ করে জানা যায়, বশির আহমেদ যে কাজটি করেছেন তা নৈতিকস্খলন ঘটেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তা সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারারও লংঘন বলে জানান নেতারা। ঘটনাটি প্রমাণিত হলে সাংগঠনিক পদ হারাতে পারেন বশির আহমেদ এবং আইনের আওতায়ও আসতে পারেন।