সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর'সীল জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান-গডফাদার খোকন গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর’সীল জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান-গডফাদার খোকন গ্রেফতার

Link Copied!

 

এমএ রাজা : হবিগঞ্জের মাধবপুরে রিজেন্ট সাহেদের আদলে প্রতারণা করা এক প্রতারককে গ্রেফতার করেছে এনএসআই ও ডিবি হবিগঞ্জ।

রিজেন্ট সাহেদ মহামারী করোনার সনদ নিয়ে জালিয়াতি করে আলোচনায় এলেও হবিগঞ্জে গ্রেফতার হওয়া এই প্রতারক আগে আলোচনায় তেমন আসেনি। আর এলেও স্থানীয় নেতাদের ম্যানেজ করে আড়াল করে রেখেছিল তার প্রতারণার কাহিনী।

হবিগঞ্জ জেলা এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেফতার করেছে। ১৬ জুলাই মধ্য রাতে অভিযানকালে তার কাছ থেকে নগদ টাকাসহ ভুয়া সিল ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন খোকন (৪২) দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন কার্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূয়া স্বাক্ষর সীল তৈরি করে চাকুরির নিয়োগপত্রের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ এনএসআই অনুসন্ধানে ঘটনার সত্যতা পায়।

পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা এনএসআই হবিগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ১৬ জুলাই দিবাগত রাত ১০ টায় বানেশ্বরপুর গ্রামে অভিযান চালায়।

 

        ছবি: সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর’সীল জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান
                                                গ্রেফতার খোকন

 

এসময় প্রতারক চক্রের হোতা দেলোয়ার হোসেন খোকন (৪২) কে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সীল ভূয়া নিয়োগপত্র নগদ ৫০০০ টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

যৌথ জিজ্ঞাসাবাদে অন্তত ২০’জন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রেফতার দেলোয়ার স্বীকারোক্তি দেয়।

অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা এনএসআই এর ডিডি মোঃ আজমল হোসেন ও এডি মোঃ হুমায়ুন। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এদিকে সে শুধু চাকরির নামেই প্রতারণা করেই ক্ষান্ত হয়নি। তার গ্রেফতারের রহস্য উদঘাটন হয়েছে। গ্রামবাসী ও ভুক্তভোগীরা তার আরো অপরাধের তথ্য দিতে শুরু করেছেন। প্রতারণা করে একে একে ৪টি বিয়ে করাসহ নিজেকে এমপি, মন্ত্রীর, সচিবের ঘনিষ্টজন, কখনও কখনও নিজেকে নৌবাহিনীতে চাকুরীজীবি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। চাকরি দেওয়া এবং বিয়ের প্রলোভনে স্কুল পড়ুয়া মেয়ের সম্ভ্রমহানির খোঁজও পাওয়া গেছে।

প্রতারক দেলোয়ার হোসেন খোকনের নামে হবিগঞ্জ নারী শিশু আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলার তদন্ত করতে গিয়ে খোকনের অন্তরালের খবর বেরিয়ে আসে।

এর আগে ঢাকা উত্তরায় র‍্যাব তাকে গ্রেফতার করে। কিছুদিন জেল খেটে বেরিয়ে আসে। উত্তরার ১২ নং সেক্টরে প্রিয়াঙ্কা সিটির ভেতরে সে বিলাসবহুল বাসার ভাড়া থাকত।

তার বিরুদ্ধে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোহন মিয়া বাদী হয়ে তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলা এফআইআর গন্য রুজু হয়। যার নং ১১/১৬। মামলার এজাহারে অপহরন ও ধর্ষণ শেষে ফেলে রেখে যাওয়ার অভিযোগ করা হলেও প্রেমের সম্পর্কের সত্যতা পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে খোকন কুষ্টিয়ার এক পুলিশ অফিসারের আত্মীয়র কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ঢাকা সিএম আদালতে দায়েরকৃত মামলায় তার বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

খোকনের চাকুরির প্রলোভনে প্রতারণার স্বীকার হয়ে স্থানীয় যুবক শমসের আলী, তাজুল ইসলাম লিটু, হাবিুবুর রহমান লিমন, তাপসসহ আরও কয়েকজন জানান, আমরা সরল বিশ্বাসে চাকরি পাওয়ার লোভে তাকে টাকা দিয়ে আমরা দিশেহারা। সে একাধিক নম্বর ব্যবহার করে।

আমরা বার বার তার পরিবারের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাচ্ছি না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ কাপড় বিক্রেতা থেকে খোকন যখন হঠাৎ করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছিল।