সম্মাননা পেলেন 'মাসিক গোপলা পাঠক ফোরাম' নবীগঞ্জ উপজেলার সভাপতি নুরুজ্জামান সজিব। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 16 June 2020
আজকের সর্বশেষ সবখবর

সম্মাননা পেলেন ‘মাসিক গোপলা পাঠক ফোরাম’ নবীগঞ্জ উপজেলার সভাপতি নুরুজ্জামান সজিব।

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে :  নবীগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা মাসিক গোপলা। আর মাসিক গোপলা পাঠক ফোরাম নবীগঞ্জ উপজেলার সভাপতির দায়িত্ব পালন এবং উক্ত সংগঠন থেকে বিভিন্ন সৃজনশীল কাজের জন্য নুরুজ্জামান তালুকদার সজিবকে সদরাবাদ সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে  সম্মাননা প্রদান করা হয়।
বন্ধুচক্র সাহিত্য সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মাননা-২০২০ অনুষ্ঠান ১৫ জুন সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সদরাবাদে অনুষ্টিত হয়।
কবি মাওলানা এম এ জলিলের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা কবি আলী বাহারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা তারেকুল ইসলাম।
বন্ধুচক্র সাহিত্য সংসদের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সম্মাননা শেষে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। অপটিমাম হোমিও হেলথকেয়ার এর পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।