আজ আমাদের দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার তিনজন সাংবাদিকের জজ কোর্টে জামিন শুনানী। মনে হলো এই ছবিটা টাইমলাইনে রাখা দরকার।
জেল থেকে আমি বের হওয়ার পর যখন প্রথম ইন্টারনেট একসেস পাই তখন বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করলাম। আমি জেলে থাকার সময় অনেকেই আমাকে উদ্দেশ্য করে অন্য কাউকে খুশি করার জন্য আমার নামে মিথ্যে প্রচারণা করছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলোর স্ক্রিন শট তাদেরই আশে পাশের লোকজন আমাকে ইনবক্সে পাঠিয়েছে। তাদের হয়তো ধারনা ছিলো আমি জেল থেকে বের হতে হতে ১/২ বছর লাগবে; তাই যা তা লিখতেছিলো। আমি তো আর সেগুলো দেখবো না।
যেই আমি জেলগেটে সাবেক সংসদ সদস্য কেয়া আপার মাধ্যমে সংবর্ধিত হয়ে জেল গেট থেকে বের হলাম, সাথে সাথে অনেকেই আমার নামে পোস্টগুলো মুছে দেয়।
আমি বুঝি না কেনো মানুষ কারো পরমায়েশি পোস্ট দেয় শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিংবা কমিটিতে পোস্ট পাওয়ার জন্য! পোস্ট দিয়ে টাইমলাইনে রাখার মতো সৎসাহস না থাকে তাহলে এরকম পোস্ট দিয়ে নিজের যে মেরুদণ্ড নাই এটা সবাইকে জানানোর কোন মানে নাই।
আমার মতো আজও আমাদের তিন শব্দ সৈনিক জেল থেকে মুক্ত হয়ে আসবে এই কামনা করছি।