“দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকা প্রমাণ ছাড়া নিউজ করে না। এটা আমরা অনেকবার বলেছি। এটা আসলে আমরা শুধু বলি না; ইতোমধ্যে এর প্রমাণ ও আপনারা দেখেছেন।
বেশ চাঞ্চল্যকর কিছু নিউজ আমরা আগামী কয়েকদিনের মধ্যে দিবো। কাজেই আমরা যখন সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেই; তার মানে হলো নিউজ ইজ রেডি টু গো! কেউ কেউ ইগনোর করেন আমাদের ফোন কল। তাদের কাছে বিনীত অনুরোধ, আপনার বক্তব্য দিন। আমরা আপনার কথা হুবুহু ছাপাবো।
পরে প্রতিবাদ করলে কাজ হবে না। উল্টো আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব প্রমাণ আপলোড করতে বাধ্য হবো।
ইদানিং আমরা দেখেছি যে আমাদের কোন কোন সংবাদকর্মী ফেইসবুক থেকে অন্য কারো উঠানো ছবি নিজের ছবি হিসেবে সংবাদের সাথে পাঠাচ্ছেন। সবাইকে অনুরোধ করছি ফেইসবুক থেকে অন্যের ছবি নিজের নিউজে পাঠাবেন না।
যদি পরবর্তীতে প্রমানিত হয় যে, আপনারা অন্যের নিউজ কপি কিংবা অন্যের উঠানো ছবি আমাদের কাছে পাঠিয়েছেন তাহলে বিনা নোটিশে তাকে দৈনিক আমার হবিগঞ্জ থেকে বহিষ্কার করা হবে।
দৈনিক আমার হবিগঞ্জ এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
….. সুশান্ত দাশ গুপ্ত, প্রকাশক ও সম্পাদক, “দৈনিক আমার হবিগঞ্জ”।