স্টাফ রিপোর্টার : দৈনিক সমকাল পত্রিকার সহকারী সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর মাতা আরতি রানী চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহসভাপতি দেওয়ান শুয়েব রাজা, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, যুগ্ম সম্পাদক শামিম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, শেখ শফিকুল ইসলাম, আব্দুল মালিক, খোর্শেদ আলম, লিলু আহমেদ, এম এ কাদির বাবুল, শেখ মোঃ আলমগীর হোসেন ও শাহরিয়ার বিলাশ প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮ : ৩৫ মিনিটে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন তিনি। রাতেই তাকে দাহ করা হয়।